ইগ্নেসিয়া অ্যামেরা-Ignatia Amara 200,orignal germany homoepathy medicine

ইগ্নেসিয়া অ্যামেরা-Ignatia Amara 200,orignal germany homoepathy medicine

Size
Price:

all


 ইগ্নেসিয়া অ্যামেরা-Ignatia Amara 200

1.     অতি শীঘ্র শীঘ্র এই প্রকার মানসিক অবস্থা বদলাইয়া যায়। কোন প্রকার গভীর দুঃখ অথবা শোকসন্তাপ নিরবে সহ‌্য করিয়া মানসিক পীড়া রোগী সর্বদাই একাকী নির্জন স্থানে বসিয়া দুঃখভোগ করিতে ইচ্ছা করে।

2.    নের দুঃথ অপরের নিকট প্রকাশ করেনা। মানসিক অবস্থা বদলান, প্রায়ই হিষ্টিরিয়া রোগগ্রস্ত অথবা উন্মাদ রোগীতে দেখিতে পাওয়া যাআবার কোন প্রকার ভয় লাগিয়া পীড়া ইলেও ইগ্নেসিয়া উপকারী। এক কথায় ইগ্নেসিয় মনসিক পীড়ার মহৌষধ।

3.    গ্নেসিয়া কেবল মাত্র মানসিক ব্যাধিতে  বাবহৃত হয়, এমন নয় যে সকল স্নায়ু মেরুদণ্ডের মধ্যে  হইতে বহির্গত ইয়া, শরীরের অপরাপর বিশেষতঃ মাংসপেশিগুলির উপর কার্য‌্য করে, তাহাদিগের উপরও, ইগ্নেসিয়া সন্দর কার্য‌্য করিয়া থাকে। 

4.    শিশু কিংবা বালক ভীত ইয়া অথবা অত্যন্ত তিরষ্কৃত ও শাসিত হইয়া কিংবা অন্য কোন প্রকারে গভীর মানসিক দুঃখ বা কষ্ট প্রাপ্ত ইবার পর, আক্ষেপ কিংবা ফিট ইতে থাকিলে ইগ্নেসিয়া পরম উপকারী।

স্নায়ুবীয় শিরঃপীড়া-

1.    শিরঃপীড়া রোগী মনে করে যেন তাহার মস্তকের এক পার্শ দিয়া একটি পেরেক তাহার মাথার ভিতর বিদ্ধ হইতেছে, চাপিয়া শয়ন করিলে উহার উপশম। মনে কোন প্রকার দারুণ আঘাত লাগিয়া এমন ্রকার শিরঃপীড়া হইলে, ইগ্নেসিয়া উত্তম 

2.    গ্নেসিয়ায় শিরঃপীড়ার আর একট ক্ষণ আছেবেদনা স্থান পরিবর্তন করে, বেদনার স্থান পরিবর্তনের সহিত কখন কখন বেদনার প্রকৃতিও বদলাইয় যায়। 

3.    প্রায়ই হিষ্টিরিয়া গ্রস্ত কিংবা নার্ভাস স্ত্রীলোকদিগের এই প্রকার হইয়া থাকে। নিম্নলিখিত কারণগুলিতে শিরঃপীড়ার বৃদ্ধি ওয়া, ইগ্নেসিয়ার লক্ষণ বিশে। কফি সেবন, ধূমপান, অতিরিক্ত নস্য ব্যবহার করা, তামাকের ধুম গ্রহণ করা, অতিরিক্ত মনো‌যোগের সহিত মলত্যাগ করা ইত‌্যাদি। 

4.    গ্নেসিয়ায় সোরিনমের ন্যায়  ক্ষুধার সহিত মাথার যন্ত্রণার উদয় ইয়া থাকে। ঠান্ডা বাতাস, ঠা মস্তক সঞ্চালিত করা, নচের দিকে ঝোক, অবস্থিতির প‌রিবর্তন করা, দৌড়ান, উপদিকে বহুক্ষণ তাকাইয়া থাকা ত্যাদি কারণে শিপীড়ার বদ্ধি হয়। 

5.    পর্যাপ্ত পরিমাণ মুত্রত‌্যাগ, মাথাটা চাপিয়া শয়ন করা, বাহ্যিক উত্তাপ প্রয়োগ ইত‌্যা‌দির কারণে শিপঃপাড়ার হ্রাস হইয়া থাকে।

আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে ডি এইচ এল, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, স্টিডিফাস্ট, রেডক্স, এর মাধ্যমে    ঔষধ পাঠিয়ে থাকি। অনলাইন এ অর্ডার করতে সমস্যা হলে, আমাদের হোয়াটস্যাপ নাম্বারে সরাসরি কল করে অর্ডার  করুন। আমাদের হোয়াটস্যাপ নম্বর: 01794695356

বি:দ্রঃ আমরা সকল কাস্টমারদের গোপনীয়তা বজায় রাখি।

price/৳800.00

size/20 ML

0 Reviews

Contact form

নাম

ইমেল *

বার্তা *