all
Cocculus indicus-ককুলাস ইন্ডিকাস 30
1. ককুলাস ইন্ডিকাস 30 মেরুদণ্ডের উপর বিশেষত: চালনকারী স্নায়ু সুত্রের উপর পক্ষাঘাতের ন্যায় দুর্বলতা উৎপাদন করে। সেই কারণ যে সকল পক্ষাঘাত রোগ মেরুদন্ড হইতে উৎপন্ন হয়, তাহাদিগের পক্ষে ককুলাস ইন্ডিকাস 30 উত্তম।
2. গীবাদেশের মাংসপেশীর দুবর্লতা এসং মস্তকটি ভারি বোধ, মাংসপেশী গুলি এত দুর্বল যে মাথাটিকে ধারণ করিতে পারে না।
3. কটিদেশে পক্ষাঘাতের ন্যায় বেদনার দরুন মাংসপেশী গুলোতে আড়াআড়িভাবে এক প্রকার আক্ষেপযুক্ত টানিয়া-ধরার ন্যায় বেদনা, তার জন্য রোগী চলিতে পারে না।
4. দুর্বলতা জনিত হাটু দুটি ভাঙ্গিয়া পড়ে, চলিবার সময় রোগী মাতালের ন্যায় ডলিতে ডলিতে এক পার্শে পড়িয়া যাইবার ন্যায় হইয়া থাকে।
5. খাদ্যাদি মুখে তুলিবার সময় হাত কাপতে থাকে হাক যত উপরে উঠানো হয়, তত আধিক হাত কাঁপিতে থাকে। কখনো পা অসাড় আবার কখনো হাত অসাড়।
6. এই একটা হস্তে কোন প্রকার সাড় নাই আবার পরক্ষণে অপর হস্তটা তদ্রুপ উপবেশনাবস্থায় পায়ের পাতা দুটি অশাড়।
7. কটিদেশের বেদনার সহিত সর্বাঙ্গে পক্ষাঘাতিক দুর্বলতা| নিম্নলিখিত লক্ষণগুণি সর্বাঙ্গীক দুর্বলতার প্রথমে অথবা সহিত দেখিতে পাওয়া যায়।
8. আহার কিংবা পানের পর, মাথাটা কেমন এক প্রকার গুলাইয়া যায়। নেশা করার ন্যায় মাথা ঘুরে এবং মনের মধ্যেও ভয়ানক গোলযোগ চলিতে থাকে।
9. বিছানা হইতে উঠিবার সময় এত মাথা ঘুরিয়া উঠে যে, রোগী বিছানাতে শুইতে বাধা হয়।
10. শিরঃপীড়ার সহিত গা বমি বমি করে এবং বমন করিবার জন্য ইচ্ছা হয়।
উপরোল্লিখিত লক্ষণগুলি গাড়িতে কিংবা নৌকারোহন করিলে বৃদ্ধি প্রাপ্ত হইয়া থাকে।
ককুলাস ইন্ডিকাস 30 সের বিশেষ চরিত্রগত চারটা লক্ষণ নিম্নে প্রদত্ত হইলঃ
১। গ্রীবাদেশের মাংসপেশীর দূর্বলতা এবং মস্তকে ভারি বোধ।
২। গাড়ি কিংবা নৌকায় আরোহণে রোগের বৃদ্ধি।
৩। শরীরস্থ নানা যন্ত্রে দূর্বলতা এবং খালি বোধ।
৪। অতিরিক্ত পরিশ্রম অথবা রাত্রি জাগরণ ইত্যাদি কারণে রোগ।
উদরে অত্যন্ত বায়ু জন্মাইয়া উদরটি ফুলিয়া উঠা। রোগী মনে করে যেন, তাহার উদর এর মধ্যে কতকগুলি খোঁচা কিন্বা পাথরে গোড়া রহিয়াছে।
প্রায়ই মধ্য রাত্রে রোগের বুদ্ধি। মনে হয় যেন উদরের নানা স্থানে বায়ু ছড়াইয়া রহিয়াছে কিন্তু অধিক বাযু নিঃম্বরণ হইলেও উপশম হয় না।
ককুলাস ইন্ডিকাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন:
সচরাচর ৩০ হইতে উদ্ধশক্তি।
আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে ডি এইচ এল, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, স্টিডিফাস্ট, রেডক্স, এর মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি। অনলাইন এ অর্ডার করতে সমস্যা হলে, আমাদের হোয়াটস্যাপ নাম্বারে সরাসরি কল করে অর্ডার করুন। আমাদের হোয়াটস্যাপ নম্বর: 01794695356
price/৳820.00
size/20 ML
0 Reviews
Thank you so much for your feedback