all
হায়োসায়েমাসনাইজার-hyoscyamus niger 30
যে সকল রোগীদের জন্য এই hyoscyamus niger ঔষধটি ব্যবহার্য।
১। জিহবা শুষ্ক এবং রোগী অতিকষ্টে উহা বহির্গত করে।
২। অচৈতনাবস্থারও একটু বিশেষত্ব আছে, রোগী চক্ষু উন্মীলিত করিয়া রহিয়াছে, ফেল ফেল করিয়া চারিদিকে তাকাইতেছে, অথচ অচৈতন্য।
৩। রোগী চারিদিকে ফেল. ফেল. করিয়া তাকায় কিন্ত কিছুই দেখে না।
৪। সর্বদা শূন্যে এক প্রকার হস্তের ভঙ্গি করে “যেন কি ধরতেছে”।
৫। বিছানা খোঁটে, সর্বদা বিড় বিড় করিয়া বকে অথবা কিছুক্ষণের জন্য একেবারে একটি মাত্রও কথা বলে না।
৬। রোগীকে পুনঃ পুনঃ ডাকাডাকি করিলে কথা ঠিক বলে, আবার কথা কহিতে কহিতে অচৈতন্ হইয়া পড়ে।
৭। দস্তে এক প্রকারের ময়লা সডিস্ পড়ে, নিম্ন মাড়ি ঝুলিয়া পড়ে, মুত্র এবং মল অসাড়ে নির্গত হইতে থাকে।
৮। টাইফোনিউমোনিয়া, টাইফয়েড জ্বর, স্কালাটিনা ইতাদি রোগের চরমাবস্থায় উক্ত প্রকারের টাইফয়েড লক্ষণগুলি প্রায়ই দৃষ্ট হইয়া থাকে।
৯। টাইফয়েডাদি জ্বরে এমনপ্রকারের উদরাময় থাকিলে এবং হায়োসায়েমাসের অন্যন্য লক্ষণ বর্তমান থাকিলে হায়োসায়েমাস ধ্রুব কার্যকরী।
১০। রোগী অত্যন্ত সন্দিগ্ধ-সকলকেই সন্দেহ করে। কাহারও কথায় বিশ্বাস হয় না। এই লক্ষণটি পুরাতন মানসিক পীড়ায় দেখিতে পাওয়া যায়।
১১। কাহাকেও বিশ্বাস করে না। এমন কি নিজের পুত্র, কন্যা, নিকট আত্মীয় এবং শুভাকাঙ্খী ব্যক্তি কাহাকেও বিশ্বাস করে না।
১২। ঔষধ খাইতে চাহে না, মনে করে তাহাকে বিষ দেওয়া হইতেছে। রোগীর কথার ভাবে প্রকাশ পায়, যেন সে মনে করে তাহার বিরুদ্ধে বিষম ষড়যন্ত্র চলিতেছে।
১৩। এমন প্রকার মানসিক গোলষোগ, যখন কাহারও গ্রতি অনবরত বিদ্বেষ ভাব জনিত হয়, তাহা হইলে হায়োসায়েমাস উত্তম।
এ প্রকার অবস্থায় হায়োসায়েমাস প্রয়োগ করিলে, কি অভাবনীয় ফল পাওয়া যায় তাহা নিজে প্রত্যক্ষ না করিলে বিশ্বাস করান কঠিন।
উদরাময়
১। মল হলুদ রংয়ের পানির মত তরল, রোগী বিছানায় অপাড়ে মলত্যাগ করে, কিন্ত সে তাহার কিছুই জানিতে পারে না।
২। মুত্র অসাড়ে নির্গত হয়, মূত্র শুখাইলে লাল লাল গুড়া গুড়া পদার্থ বিছানার চাদরে দেখিতে পাওয়া যায়।
হায়োসায়েমাসে আরও কিছু, মানসিক ব্যাধি দেখিতে পাওয়া যায়
১। রোগী কামোন্মাদ অথবা কুৎ্সিৎ ভাবাপন্ন। সবর্দা জননেন্দ্রীয়ে হস্ত প্রয়োগ করে।
২। জননেন্দ্রীয়ের আবরণ পুনঃ পুনঃ উন্মোচন করিয়া থাকে।
এ প্রকার উন্মাদ রোগে প্রথমে হায়োসায়েমাসকে স্মরণ করা নিতান্ত কর্তব্য।
শয়নে কাশির বৃদ্ধি
১। ইহাও হায়োসায়েমাসের চরিত্রগত লক্ষণ। শয়নে কাশির বুদ্ধি, বসিলে উপশম।
২। বৃদ্ধদিগের শুষ্ক কাঁশিতে উপরোল্লিখিত লক্ষণটা দুষ্ট হইলে হায়োসায়েমাস উত্তম কার্য করে। টাইকয়েডাদি রোগে রাসটক্সের পর ইহা উত্তম কার্ধ্য করে।
হায়োসায়েমাস সচরাচর ৩০ শক্তি বাবহৃত হয়।
হায়োসায়েমাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন:
আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে ডি এইচ এল, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, স্টিডিফাস্ট, রেডক্স, এর মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি। অনলাইন এ অর্ডার করতে সমস্যা হলে, আমাদের হোয়াটস্যাপ নাম্বারে সরাসরি কল করে অর্ডার করুন। আমাদের হোয়াটস্যাপ নম্বর: 01794695356
price/৳750.00
size/20 ML
0 Reviews
Thank you so much for your feedback