all
যে সকল রোগের জন্য pulsatilla ৩০ ব্যবহার করিবেন।
1. জ্বর পরিবর্তনশীলঃ জরে ক্ষণে তাপ, ক্ষণে শীত, ক্ষণে ঘর্ম ইত্যাদি। কোন ব্যাধিতে পরিবর্তনশীলতা লক্ষিত হইলে তৎক্ষণাৎ পালসেটিলাকে স্মরণ করিবেন।
2. পিপাসাহীনতাঃ মুখ শুকাইয়া গেছে কিন্তু কোন পিপাসা নাই। এই ধরনের পিপাসাহীনতা ও দূর করে।
3. সব ধরনের স্রাবঃ যেমন- স্রাব গাঢ় পীতের মত সবুজবর্ণ-উক্ত প্রকারের স্রাব, প্রদর, মেহ, কোন প্রকার ক্ষত, নাসিকার সর্দি, কর্ণের পুঁজ ইত্যাদিতে উক্ত লক্ষণ দেখিতে পাইলে, পালসেটিলা খুবই সুন্দর কার্য্য করিয়া থাকে।
4. ঋতুস্রাব অতি বিলম্বে ও অতি অল্প পরিমাণে হইয়া থাকে। চরণ ভিজিয়া অথবা চরণে ঠাণ্ডা লাগিয়া ঋতুস্রাব বন্ধ।
5. ঋতুস্রাব ক্ষণে থামিয়া যায়, আবার হইতে থাকে।
6. হঠাৎ ঋতুস্রাব বন্ধ হইয়া অতীব বেদনা, এমন কি বেদনায় ছটফট করিতে থাকে।
7. শীতল বাতাস, জল অথবা শীতল বস্ত প্রয়োগে কিঞ্চিৎ উপশম। খোলা বাতাস এবং শীতল বস্ত প্রয়োগে রোগের উপশম পাসেটিলার চরিত্রগত লক্ষণ।
8. জ্বরে শীতবোধ তথচ ঠাণ্ডা গৃহে থাকিতে ইচ্ছ করে, অথবা ঠাণ্ডা বাতাস ভাল লাগে।
9. লৌহ ঘটিত ঔষধের অপব্যবহার জনিত কোন গীড়া, হাম বসিয়া/গিয়া কোন পীড়া হইলে পালসেটিলা উত্তম।
উদরাময়ঃ
১। সবুজাভাযুক্ত পিত্তমিশ্রিত তরল মল, রাত্রে বৃদ্ধি। কোন প্রকার ঘৃতপক্ক কিংবা চর্বিযুক্ত খাদ্যাদি ভোজন করিয়া পেট বেদনা হইলে তা সেরে যায়।
২। গরম গৃহে বাস জনিত অথবা উত্তাপ হইতে উদরাময় হলে তা সেরে যায়। এপ্রকারের রোগী অনবরত খোলা বাতাসে থাকিতে ভাল বাসে।
৩। মহাত্মা হ্যানিম্যান বলেন রাত্রিকালের বেদনাশূন্য উদরাময়ে পালসেটিলার ন্যায় আর কোন ঔষধ আছে কি না সন্দেহ।
পালসেটিলা সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
পালসেটিলা 30 প্রয়োগ বিধিঃ
এটি সাধারনত ৩০ হইতে উর্ধ শক্তি ব্যবহৃত হইয়া থাকে।
আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে ডিএসএল, ষ্টিড ফাষ্ট, রেডক্স, এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ইত্যাদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি।
অনলাইনে অর্ডার করতে সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করেও অর্ডার করতে পারবেন।
আমাদের হোয়াটসাপ নম্বর: 01794695356
বিঃদ্রঃ আমরা সকল কাষ্টমারদের গোপনিয়তা বঝায় রাখি।
price/৳750.00
size/20 ml
0 Reviews
Thank you so much for your feedback