all
ব্রায়োনিয়া অ্যালবা- Bryonia Alba 200
যে সকল রোগের জন্য ব্রায়োনিয়া ঔষধটি ব্যবহার করবেন:
উপরোল্লেখিত লক্ষণ গুলো যাদের আছে এই সকল রোগীদের জন্য ব্রায়োনিয়া হোমিওপ্যাথিক
- শরীরের সকল স্থানে শুষ্কতা দৃষ্ট হয় না, কেবল মাত্র মিউকাস মেম্ব্রেগুলি শুষ্ক।
- ওষ্ট হইতে গুহ্যদ্বার পর্যন্ত সমস্ত এলিমেন্টারি ক্যান্যাল শুষ্ক।
- ওষ্ঠ, মুখ, জিহ্বা এত শুষ্ক, যে ফাটা ফাটা হইয়া থাকে।
- মল অত্যন্ত শক্ত, কাশ, শুষ্ক, দেখিলে মনে হয় যেন উহা পোড়ানো হইয়াছে।
- পাকস্থলির মধ্যেও উক্ত প্রকারের শুষ্কতা দেখিতে পাওয়া ষায়।
- সেই কারণ ব্রাইওনিয়ায় অত্যন্ত পিপাসা হইয়া থাকে।
- ব্রাইওনিয়ার পিপাসার একটু বিশেষত্ব এই, রোগী অধিক সময় অন্তর অত্যন্ত অধিক পরিমাণ জল পান করিয়া থাকে।
- লাংস, ব্রঙ্কাই ইত্যাদির মধো শুষ্কতা এবং তজ্জনিত শুষ্ক কাশি, এত কাঁশি যে কাশির চোটে গলা ফাটিয়া যায় কিন্তু শু্ষ্কা কিঞ্চিতমাত্রও শ্লেম্বা উঠেনা, কারণ শুষ্কতা। কাশির সহিত বুকে ক্ষতবৎ বেদনা হইয়া থাকে।
- মাথায় এত ব্যথা যে, মনে হয় মাথাটি ফাটিয়া যাইবে।
- ঘাড় নিচু করিলে, নড়িলে চড়িলে, কাশিলে অথবা চোখের পাতা খুলিলে কিংবা নড়িলে শিরঃপীড়ার বুদ্ধি। গোসল করিলে শরীর বমি বমি করে ও মুর্চ্ছা যাইবার মত হয়।
পিরিয়ড সমস্যা
- মহিলাদের ঋতু বন্ধ হইয়া নাসিকা অথবা থুথুর সহিত রক্তপাত।
- স্তনের প্রদাহ, স্তন গরম, মলিন, শক্ত, ভারি এবং ব্যথাযুক্ত।
- স্ত্রীলোকদিগের প্রদর স্রাব অদৃশ্য হইয়া শিরঃপীড়া।
- অত্যন্ত শুষ্ক কাশি, আহারের পর বৃদ্ধি, কখনো কথনো কাশির সহিত বমি হয়।
- নড়িলে চড়িলে বৃদ্ধি, ঠাণ্ডা বাতাস হইতে গরম গৃহে আসিলে কাশির বুদ্ধি।
- কাশিতে বক্ষে এবং মস্তকে বেদনা অনুভব করে, কাশির ফিট এত জোরে হয় যে রোগী উভয় হাতে বক্ষ না চাপিয়া থাকিতে পারে না।
- তাহার যন্ত্রণা আরম্ত হইয়া, প্রায় রাত্রি ৩টা পর্য্ন্ত ভোগ করিত।
- পাকস্থলিতে অত্যন্ত জ্বালা বোধ ছিল ও এত যন্ত্রণা হইত যে, রোগী অনবরত ঘরের মেজের উপর বেড়াইতে বাধ্য হইত।
মুখের ক্ষত
- মুখের মধ্যে ক্ষত, গলার মধ্যে ক্ষত, পচা গন্ধযুক্ত ক্ষত।
- ফুস্ফুস অর্থাৎ শ্বাসযস্ত্রের পীড়াতেও আর্সেনিক বিশেষ উপকারী।
- রোগী শুইয়া থকিতে পারে না, নিশ্বাস গ্রহণের জন্য উঠিয়া বসিতে হয়, এবং আটু পাটু করে।
- স্থির হইয়া বসিয়া থাকে। একটু নড়াচড়া করিলেই মনে হয় যেন আটকাইয়া গেল।
- নিশ্বাস প্রশ্বাসে অতীব কষ্ট। কাশির সহিত ফেনা ফেনা থুতু উঠে।
ঔষধটি খুবই কার্যকর।
ব্রায়োনিয়া ২০০ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে ডি এইচ এল, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, স্টিডিফাস্ট, রেডক্স, এর
মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি। অনলাইন এ অর্ডার করতে সমস্যা হলে, আমাদের হোয়াটস্যাপ
নাম্বারে সরাসরি কল করে অর্ডার করুন। আমাদের হোয়াটস্যাপ নম্বর: 01794695356
বি:দ্রঃ আমরা সকল কাস্টমারদের গোপনীয়তা বজায় রাখি।
price/৳770.00
size/20 ml
0 Reviews
Thank you so much for your feedback