all
স্বপ্নদোষ কি? স্বপ্নদোষের কারণ ও স্বপ্নদোষের হোমিওপ্যাথিক ঔষধ সমূহ । What is dreamy? Causes of sleeplessness and homeopathic remedies for sleeplessness.
স্বপ্নদোষ (Noctural Pollution )
ইহা ধাতু দুর্বলতা এবং বীর্যক্ষরণের একটি লক্ষণ মাত্র। রাত্রে
ঘুমে স্বপ্ন দেখে বীর্যপাত হয়ে থাকে। অতিরিক্ত
স্ত্রীসহবাস এবং হতমৈথুন ইহার প্রধান কারণ। স্বপ্নদোষ
লক্ষণটি আজকাল যুবকদের মধ্যে প্রায়ই দেখা যায়। ইহাতে
দেহের শ্রীবৃদ্ধির হানি হয়। বুদ্ধিবৃত্তি
কীর্ণ, স্মৃতি শক্তির হ্রাস, শারীরিক ও মানসিক শক্তির অভাব। দেহ
জীর্ণ শীর্ণ, লাবণ্যহীন, চোখের চারিদিকে কালি পড়ে, মাথাঘোরা, কুরীহীণতা, বিষয়তা, উদাসীনতা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।
হোমিওপ্যাথিক
চিকিৎসা
:- (Homoeopathic Treatment)
লক্ষণ-(Signs and symptoms)
■ স্বপ্নদোষের
ফলপ্রদ ঔষধ। ক্ষুধাহীণতা,
আলস্য।
■ বার
বার সিংগের উত্তেজনা, স্বপ্নে বীর্য পাত।
ঔষধ
ও শক্তি (Medicine):- চায়না 30
প্রয়োগবিধি
(Application):- একমাত্রা
করে দিনে ৪/৫ বার।
লক্ষণ-(Signs and symptoms)
■ সর্বদাই একা বসে থাকতে ইচ্ছা করে।
■ স্বপ্নদোষ, কোষ্ঠকাঠিন্য, খিট খিটে মেজাজ।
ঔষধ
ও শক্তি (Medicine):- নাক্সভমিকা 6
প্রয়োগবিধি
(Application):- একমাত্রা
করে দিনে ৫/৬ বার।
লক্ষণ-(Signs and symptoms)
■ অনিচ্ছায় ও অল্প উত্তেজনায় বীর্য পাত।
■ কাজ করতে ইচ্ছা করে না, স্মৃতিশক্তির অভাব, আলস্য।
ঔষধ
ও শক্তি (Medicine):- এসিড ফ্লোর 6
প্রয়োগবিধি
(Application):- একমাত্রা
করে দিনে ৪/৫ বার।
লক্ষণ-(Signs and symptoms)
■ সহবাস, কামোদ্দীপক স্বপ্ন দেখে বীর্যপাত।
■ সর্বদা বিমর্ষ, খিটখিটে ভাব, স্মৃতি শক্তির অভাব।
ঔষধ
ও শক্তি (Medicine):- ষ্ট্যাফিসেগ্রিয়া 6
প্রয়োগবিধি
(Application):- একমাত্রা করে দিনে ৩/৪ বার
সেব্য।
লক্ষণ-(Signs and symptoms)
■ অসাড়ে ও বীর্যপাত। স্নায়বিক দুর্বলতা।
■ লিংগ উত্তেজনার জন্য হস্তমৈথুণ করে।
ঔষধ
ও শক্তি (Medicine):- ফসফরাস 30
প্রয়োগবিধি
(Application):- একমাত্রা করে দিনে ৫/৬ বার সেব্য।
লক্ষণ-(Signs and symptoms)
■ স্বপ্নদেখে বীর্য পাত।
■ কোন ঔষধে উপকার না হলে ইহা প্রযোজ্য।
ঔষধ
ও শক্তি (Medicine):- সেলিনিয়াম 30
প্রয়োগবিধি
(Application):- একমাত্রা করে দিনে ৩/৪ বার সেব্য।
লক্ষণ-(Signs and symptoms)
■ রাতে রতি বিষয়ক স্বপ্ন দেখে বীর্যপাত।
■ কোমরে বেদনা, ভোর বেলা দুর্বলতা বোধ করে।
ঔষধ
ও শক্তি (Medicine):- সারসাপেরিলা 6
প্রয়োগবিধি
(Application):- একমাত্রা করে দিনে ৩/৪ বার সেব্য।
বায়োকেমিক ঔষধ
(Bio Chemic medicines) :- নেট্রাম ফস 6x, রোজ রাতে বীর্যপাত, কামভাবের একান্ত অভাব। বীর্যপাতলা জলের মত, পচা, প্রস্রাবের গন্ধ। প্রথমে স্বপ্নদেখে রাত্রে বীর্যপাত পরে স্বপ্নছাড়াই বীর্যপাত এবং প্রত্যেকরাত্রেই হয়। শরীর দুর্বলতা, হাঁটু কাঁপে মনে হয় হাঁটুতে কোন শক্তি নেই। ২/৩ গ্রেণ মাত্রায় দিনে ৪/৫ বার গরম জলে সেবা। কেলিফস 6x, অতিরিক্ত কামভাবের জন্য স্নায়বিক দুর্বলতা এবং এই স্নায়বিক দুর্বলতার জন্য অতৃপ্ত অথবা স্বল্পকালীণ সহবাস। সহবাসের প্রবল ইচ্ছা। রাত্রে স্বপ্নদোষ তৎসহ লিংগে বেদনা। চোখের দৃষ্টি কমে যাম। ২/৩ গ্রেণ মাত্রায় দিনে ৪/৫ বার গরম জলে সেবা। এছাড়া নিট্রাম মিউর। ক্যালকেরিয়া ফ্লোর উপকারী ঔষধ।
★★ পথ্য ও আনুষংগিক ব্যবস্থা (Diet and managment):- প্রোটীনযুক্ত খাদ্য, দুধ, ছানা, দই, মাছ, মাংস রোজ খেতে হবে তবে খুবই পরিমিত মাত্রায়। পায়রার মাংস, মুরগীর মাংস উপকারী। নিয়মিত ব্যায়াম এবং নির্মলযুক্ত বাতাসে ভ্রমণ। বার বার একথা বলা হয়েছে-এই জাতীয় রোগ মুক্তির ক্ষেত্রে ঔষধ খুব একটা কাজে লাগে না। রুচিসম্মত জীবনযাপন, সংযমী মন, ভদ্র পরিবেশে বসবাস এবং উদ্বেগহীন সংসার যাপন এই রোগ আরোগ্যের অনুকূল। রাত্রে শোবার পূর্বে হাত পা মুখমণ্ডল ভাল করে ঠাণ্ডা জলে ধোয়া, বেশী করে চোখে ঠাণ্ডা জলের ঝাপটা, প্রয়োজনে মাথায় জল দিয়ে ভাল করে মুছে শুতে যাওয়া। বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন। রুচি সম্মতভাবে সাজানো ঘর, ফুলের টপ, মহামানবদের ফটো, ঐতিহাসিক ছবি, ধর্মীয় ছবি ইত্যাদি টানানো থাকলে অনেক সময় মনটা কুচিন্তা থেকে দূরে থাকে। কারণ এই সব সুন্দর পরিবেশ পরিচন্ন ভাব মনটাকে প্রফুল্ল রাখে। যৌন
বদ অভ্যাসগুলোর চিত্তা মনে আসে না।
আমরা Paperfly, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস.এ পরিবহন (প্রাইভেট) লিমিটেড পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি। অগ্রিম মূল্য পরিশোধ অথবা কুরিয়ার সার্ভিস অফিস থেকে ঔষধ নেয়ার সময় মূল্য পরিশোধের ব্যবস্থা আছে।
অনলাইন এ অর্ডার করতে সমস্যা হলে আমাদের হোয়াটস্যাপ নাম্বারে কল করুন: +৮৮০১৭৯৪৬৯৫৩৫৬
0 Reviews
Thank you so much for your feedback