মুখ দিয়ে জল উঠা রোগের লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা।Symptom based homeopathic treatment for mouth watering.

মুখ দিয়ে জল উঠা রোগের লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা।Symptom based homeopathic treatment for mouth watering.

Size
Price:

all

মুখ দিয়ে জল উঠা রোগের লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা।Symptom based homeopathic treatment for mouth watering.

Homeopathic Medicine
মুখ দিয়ে জল উঠা-Water brash

মুখ দিয়ে জল উঠা হজম শক্তির গোলযোগের একটি উল্লেখযোগ্য লক্ষণ তৎসহ হৃদযন্ত্রে জ্বালাপোড়া ভাবটিও থাকতে পারে অজীর্ণতা, লিভার, পাকাশয়িক গোলযোগ, মুখ দিয়ে টক, স্বাদহীন ঢেকুর এবং জল ওঠা সাধারণত দুষ্প্রাচ্য বা অপুষ্টিকর খাদ্য খাওয়ার কারণে এই রোগ দেখা দিতে পারে অনেক সময় গর্ভবতী নারীদের এই লক্ষণ দেখা দেয় এই জাতীয় রোগে পেট, গলা জ্বালা করে, পেটের মধ্যে গরম বোধ, অম্ল ঢেকুর, পেট ব্যথা, ঝিল্লী কটু তিক্ত জল গলা বেয়ে উঠে

 আরো পড়ুন: সাই‌ডো‌নিয়া ভালগা‌রিস মাদার টিংচার

লক্ষণ-Signs and symptoms

  • আহারের কিছুক্ষণ পরেই ক্ষুধা 
  • প্রত্যেকবার আহারের পর অম্লস্বাদ এবং অম্ল উদগার 
  • আহারের পর অধিক পরিমানে বায়ু উদগার 
  • উদগারের পর বা সঙ্গে সঙ্গে ভুক্ত দ্রব্য উঠে আসে 
  • বমন বমন ভাব পাকস্থলীতে জল গিয়ে গরম হওয়া মাত্র বমি হয়ে যায় 
  • পাকস্থলীতে বেদনা বোধ অতিরিক্ত লবন খাবার কুফল, অত্যন্ত দুর্গন্ধযুক্ত মল

ঔষধ শক্তি (Medicine):- ফসফরাস 3/6

প্রয়োগবিধি (Application):-  ঘন্টা অন্তর

লক্ষণ-Signs and symptoms

  • পাকস্থলীতে শূন্যতাবোধআহার করলেও কমে না 
  • খাদ্যবস্তুর দর্শনে এবং গন্ধে বমি ভাব
  • এক পাশে চেপে শুয়ে থাকলে বমি ভাবের বৃদ্ধি
  • প্রাতকালে আহারের পূর্বে বমিপাকস্থলীতে জ্বালাপোড়া ভাব,  পেট ফাঁপঅম্ল উদগারচর্বিযুক্ত খাদ্যখেতে চায় না 
  • আহারের পরও বমি 
  • ধূমপান হেতু অগ্নিমান্দ্য

ঔষধ  শক্তি (Medicine):- সিপিয়া 1x/6

প্রয়োগবিধি (Application):-  ঘন্টা পরপর

 লক্ষণ-Signs and symptoms

  • অত্যন্ত ক্ষুধার ভাব, অজীর্ণ রোগ, মুখ দিয়ে জল ওঠে। উদরে বেদনা মলদ্বার ফাটা ফাটা, মলত্যাগের পর প্রচণ্ড কর্তনবং বেদনা। 
  • মূত্র স্বল্প , কালো, দুর্গন্ধযুক্ত। যে কোন স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত যেমন মল-মূত্র এবং ঘাম। 
  • মূত্রে প্রচুর অক্সালিক এ্যাসিড, ইউরিক এ্যাসিড ও ফসফেট।

ঔষধ  শক্তি (Medicine):- নাইট্রিক এ্যাসিড 30

প্রয়োগবিধি (Application):- ২ ঘন্টা পরপর। 

লক্ষণ-Signs and symptoms

  • পাকস্থলীতে জ্বালাপোড়া ভাব, অম্ল উদগার, উহাতে দাঁত টকে যায়। 
  • জলপান করলে পাকাশয়ে ঠাণ্ডা বোধ, অম্লবমন, শীত শীত ভাব সহ বমি। 
  • দুর্গন্ধ যুক্ত নিশ্বাস, পাকাশয়ে জ্বালাপোড়া এবং উদর গহ্বরে শূন্যতা বোধ। 
  • পরিপাক কাজে খুব উপকারী। 

ঔষধ  শক্তি (Medicine):- এ্যাসিড সালফ 3/6

প্রয়োগবিধি (Application):- ১ ঘন্টা পরপর 

লক্ষণ-Signs and symptoms

  • সম্পূর্ণ ক্ষুধা লোপ অথবা অত্যন্ত ক্ষুধা, দুর্গন্ধযুক্ত উদগার। 
  • খাদ্য অতিশয় লবনাক্ত বোধ। পরিপাক কালে বমি বমি ভাব। 
  • অম্ল উদগার, পাকাশয়ে জ্বালাপোড়া ভাব, অত্যন্ত অম্ল সঞ্চয়। 
  • যথেষ্ট জল পান করে কিন্তু অল্প আহার করে। 
  • উদরাময় ও কোষ্ঠকাঠিণ্য পর্যায়ক্রমে।

 ঔষধ  শক্তি (Medicine):- সালফার 30

প্রয়োগবিধি (Application):- ৩ ঘন্টা পরপর 

বায়োকেমিক ঔষধ:- নেট্রাম সালফ : পিত্তবমন, পিত্ত ভেদ, সবুজ বর্ণের পিত্ত ভেদ। মুখে জল ওঠে। পুরাতন উদরাময়, বায়ু নিঃসরণকালে অসাড়ে মল বের হয়। তরল মল কিন্তু কুন্থন।

সেবন বিধি :- 6x ২টা করে ট্যাবলেট গরম জলে দিনে তিনবার সেব্য।

নেট্রাম মিওর:—    অজীর্ণ রোগ তৎসহ পাতলা জলের মত শ্লেষ্মাবমি। পেট সর্বদাই ভারবোধ এবং পূর্ণ। জিহ্বা পরিষ্কার, ভিজা, থুথুযুক্ত, মুখে লবনস্বাদ, জলীয় ৰমন সহ অজীর্ণ। মুখে বিশ্রী স্বাদযুক্ত জল উঠে।

সেবন বিধি:- 3x/6x ৩টা করে ট্যাবলেট গরম জলে।

 আরো পড়ুন: টিটেনিয়াম 3x-অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধ

পথ্য:—    পথ্যের প্রতি সতর্ক। সহজ পথ্য দ্রব্য ভক্ষণ। খুব বাড়াবাড়ি হলে খোলের ব্যবস্থা। দুধ হজম করতে পারলে দেওয়া যেতে পারে। নতুবা নয়। রোগ লক্ষণ দূর করতে হলে সরু চালের ভাত, জ্যাও মাছের ঝোল, পেঁপে কাঁচাকলা এবং অন্যান্য টাটকা শাকসবজি।

Pathological Diagnosis:—    মল মূত্র প্রয়োজনমত পরীক্ষা করে Stool এবং Urine চার্ট অনুসারে স্বাভাবিক এবং অস্বাভাবিক Report গুলো পর্যালোচনা করে ঔষধ নির্বাচন ভাল পদ্ধতি।

আমরা Paperfly, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস.এ পরিবহন (প্রাইভেট) লিমিটেড পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি। অগ্রিম মূল্য পরিশোধ অথবা কুরিয়ার সার্ভিস অফিস থেকে ঔষধ নেয়ার সময় মূল্য পরিশোধের ব্যবস্থা আছে। 

অনলাইন এ অর্ডার করতে সমস্যা হলে আমাদের হোয়াটস্যাপ নাম্বারে কল করুন: +৮৮০১৭৯৪৬৯৫৩৫৬ 

0 Reviews

Contact form

নাম

ইমেল *

বার্তা *