all
ক্ষুধাহীনতা কি?
"অ্যানোরেক্সিয়ার একটি স্থানীয় কারণ থাকতে পারে যেমন পাকস্থলীর কার্সিনোমা আছে তবে এটি দুর্বল রোগ বা মানসিক অস্থিরতার বৈশিষ্ট্যও হতে পারে" ডেভিডসন প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন.
ক্ষুধাহীনতার কারণ : (i) অতিরিক্ত এবং অপরিমিত ভোজন, (ii) দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত, (iii) যক্ষ্মা, অম্ল, জ্বর, ন্যাবা, যকৃত প্রদাহ। (iv) বিশেষ কোন পুরাতন রোগে আক্রান্ত, (v) উগ্র নেশা বা পানাহার, গুরু পাক দ্রব্য আহার, (vi) মানষিক দুঃখ কষ্ট, শোক, (vii) অনিয়মিত আহার, রাত জাগরণ, নানা প্রকার বদ অভ্যাস।
লক্ষণ-
Signs and symptoms
■ অম্ল উদ্গার পেটফাপ, পেটে ভারবোধ।
■ বমি ভাব, ক্ষুধাহীনতা, পেটে কামড়ানি
ব্যথা।
■ উদর শূল, নাভিদেশে বেদনা, স্পর্শকাতর।
■ মাথার সম্মুখ দিকে শিরপীড়া,
আহারে ও খোলা বাতাসে উপশম।
■ পাকস্থলী ও নিম্ন উদরে বায়ু
সর্বত্র, উদর শূল।
ঔষধ
ও শক্তি (Medicine):-জেনসিয়ানা
সুটিয়া 6/30
প্রয়োগবিধি (Application):- ৩ ঘন্টা অন্তর
লক্ষণ-
Signs and symptoms
■ আহারের পরে একঘন্টার মধ্যেই ভূক্ত
দ্রব্য উদ্গার।
■ বমি, বমির সঙ্গে প্রচুর পরিমান
সাদা ফেনাময় পদার্থ।
■ ঘাম হয়। উদরাময় ও কোষ্ঠকাঠিণ্য
পর্যায়ক্রমে।
■ খাদ্যদ্রব্য দেখলেই বমি হয়,
মাথা ঘোরে।
■ তলপেট খুব শক্ত এবং উদরে বায়ু
সঞ্চয়। দুধ আদৌ সহ্য হয় না। নাভির চারিদিকে বুদবুদ উঠছে মনে হয় ।
■ ক্ষুধার অভাব, উদগার ভাব। হজম
শক্তির অভাব।
■ পাকস্থলীতে পূর্ণতাবোধ, তলপেটের
স্ফীতির সঙ্গে সঙ্কোচক বেদনা বুক পর্যন্ত প্রসারিত।
■ খাদ্য দ্রব্য হজম হবার আগেই পচতে
শুরু করে।
■ পেট ফাঁপ, চর্বি যুক্ত খাদ্য
সহ্য হয় না।
উদরে
বায়ু সঞ্চয় ও বেদনার অনুভব, লিভার ব্যথা ।
ঔষধ
ও শক্তি (Medicine):-
ইজা 6/30, কার্বোভেজ
1x, 3x
প্রয়োগবিধি (Application):- ৪ ঘন্টা অন্তর
লক্ষণ-
Signs and symptoms
■ অজীর্ণ খাদ্য দ্রব্য বমি হয়ে
যায়।
■ পরিপাক ক্রিয়া শক্তি খুব কম।
দুধ সহ্য হয় না।
■ আহারের পর উদরে ভারবোধ।
■ ক্ষুধার ভাব কিন্তু খেতে পারে
না। তলপেটে বায়ু।
■ দ্বিভাজ হলে উদর বেদনার উপশম।
■ মলে অজীর্ণ খাদ্যবস্তুর কণা,
ফেনাময়, হরিদ্রাবর্ণ।
ঔষধ
ও শক্তি (Medicine):-
চায়না Q ৫ ফোঁটা
করে
প্রয়োগবিধি (Application):- ৩ ঘন্টা অন্তর
লক্ষণ
(Signs and symptoms)
■ শ্বেতসার জাতীয় এবং দ্রুত পচনশীল
খাদ্য যথা বাধাকপি, সিম ইত্যাদি খেয়ে ক্ষুধাহীনতা।
■ উদ্গার।
■ বিকৃত ক্ষুধা, উদরে বায়ু সঞ্চয়,
আহারের পর পাকস্থলীতে চাপ বোধ, পেটে বায়ু কড় কড় করে।
■ ক্ষুধার ভাব কিন্তু খেতে পারে
না। তলপেটে বায়ু।
■ জ্বালাকর উদ্গার, কোষ্টকাঠিন্য,
সামান্য দু'এক গ্রাস খেলেই যেন পেট ভরে যায়।
ঔষধ
ও শক্তি (Medicine):-লাইকোপোডিয়াম
2x/3x
প্রয়োগবিধি (Application):- ৪ ঘন্টা অন্তর
লক্ষণ
(Signs and symptoms)
■ চর্বিযুক্ত খাদ্য, গরম খাদ্য
ও পানীয়ে ইচ্ছা নেই।
■ ক্ষুধার অভাব, মুখে তিক্ত স্বাদ,
কোন খাদ্যেই স্বাদ পায় না।
■ পেট ফাঁপ, বুক জ্বালা, ক্ষুধাহীনতা,
আহারের পর পেট টানটান ভাব, কোমড়ের কাপড় ঢিলা করে দেয়।
■ পাকস্থলীতে বেদনা বোধ।
■ উদ্গার এবং তাতে বরফ, ফল, পিঠা
ইত্যাদি খাদ্যের স্বাদ বহুক্ষণ স্থায়ী হয়।
ঔষধ
ও শক্তি (Medicine):-
পালসেটিলা 6/30
প্রয়োগবিধি (Application):- ৩ ঘন্টা অন্তর
লক্ষণ
(Signs and symptoms)
■ প্রাতঃকালে এবং আহারান্তে অম্লস্বাদ।
■ গা বমি বমি, পাকস্থলীতে বেদনা
ও ভারবোধ।
■ উদর স্ফীতি, মুখ দিয়ে জল উঠে,
অম্ল ও তিক্ত উদ্গার।
■ চর্বি জাতীয় খাদ্য পছন্দ করে।
কোষ্ঠকাঠিন্য ভাব।
■ আহারের পর কয়েক ঘন্টা পর্যন্ত
পেটে চাপ বোধ।
ঔষধ
ও শক্তি (Medicine):-
নাক্সভমিকা 6/30
প্রয়োগবিধি (Application):- ৩ ঘন্টা অন্তর
লক্ষণ
(Signs and symptoms)
■ পাকস্থলীতে বেদনাবোধ, দুর্বল হজম
শক্তি।
■ তিক্ত স্বাদ, উদরে শূন্যতাবোধ,
ক্ষুধার অভাব।
■ যকৃতের প্রদাহ, কামলার লক্ষণ।
■ পাকাশয় ও ডিওডেনামে প্রদাহ,
পেটে জ্বালাপোড়া।
ঔষধ
ও শক্তি (Medicine):-
হাইড্রাসটিস Q
প্রয়োগবিধি (Application):- ৩ ঘন্টা অন্তর
লক্ষণ
(Signs and symptoms)
■ অম্ল উদগার, পাকাশয়ে শূণ্যতাবোধ।
■ খাদ্যের প্রতি স্পৃহা নেই, অম্ল
দ্রব্য খেতে চায়।
■ পেটে গড় গড় শব্দ করে, তলপেটে
চিনচিন করে ব্যথা অনুভব।
■ দীর্ঘ নিশ্বাস নিলে উপশম, পাকাশয়ে
খিল ধরা ব্যথা।
ঔষধ
ও শক্তি (Medicine):-
ইগ্নেশিয়া 30
প্রয়োগবিধি
(Application):- ৩
ঘন্টা অন্তর
লক্ষণ
(Signs and symptoms)
■ মাংস ও জিনিস খেতে চায় না, চর্বি জাতীয় খাদ্য পছন্দ হয় না।
■ প্রায়ই ঢেকুর উঠে, টক টক বমি হয়।
■ মল সাদাটে জলের মত পাতলা এবং টক গন্ধযুক্ত। মল প্রথমে শক্ত
তারপর চটচটে এরপর পাতলা।
ঔষধ
ও শক্তি (Medicine):-
ক্যালকেরিয়া কার্ব 3x
প্রয়োগবিধি (Application):- ৪ ঘন্টা অন্তর
বায়োকেমিক ঔষধ
■ জন্ডিস লক্ষণ।
■ ডিউডেনামে বেদনা।
■ ফ্যাকাশে ও তরল পায়খানা।
■ যকৃতের দোষ এই জন্য পেটের ডানদিকে বেদনা। ক্ষুধার একান্ত অভাব।
■ তলপেট স্ফীত এবং বেদনাময়।
ঔষধ
ও শক্তি (Medicine):-
কেলিমিউর 30
প্রয়োগবিধি (Application):- ২টা করে বড়ি সামান্য গরম জলে ৩ ঘন্টা অন্তর।
লক্ষণ
(Signs and symptoms)
■ ক্ষুধাহীনতার ভাব সর্বদাই বর্তমান।
■ জন্ডিস লক্ষণ।
■ পিত্ত দোষ, তিক্ত স্বাদ, পিত্ত বমন, পিত্ত পায়খানা।
■ জিহ্বা সবুজ ও পাংশুবর্ণ, ময়লার প্রলেপ।
ঔষধ
ও শক্তি (Medicine):-
নেট্রাম সালফ 3x
প্রয়োগবিধি (Application):- ৩ টা করে বড়ি সামান্য গরম জলে ৩ ঘন্টা অন্তর।
লক্ষণ
(Signs and symptoms)
■ অজীর্ণ রোগ। পাতলা পায়খানা।
■ বমি ও বমির সঙ্গে শ্লেষ্মা উঠে, পেটে বেদনা। ক্ষুধাহীনতা।
■ জিহ্বা সরস, পরিষ্কার এবং থুথু যুক্ত।
ঔষধ
ও শক্তি (Medicine):-
নেট্রাম মিউর 3x
প্রয়োগবিধি (Application):- ২ টা করে বড়ি সামান্য গরম জলে দিনে ৪ বার।
আনুষঙ্গিক ব্যবস্থা:— রোজ সকালে এবং বিকালে নির্মল মুক্ত বায়ুতে ভ্রমন। ঠাণ্ডা জলে স্নান এবং খুব ভোরে ওঠে সামান্য ব্যয়াম অভ্যাস। যতটা সম্ভব কম ঔষধ খাওয়া উচিত। রোজ ভোরে ও রাত্রে শোবার সময় এক গ্লাস করে ঠাণ্ডা জলপানের অভ্যাস। মাঝে মাঝে ঠাণ্ডা জল দিয়ে শরীরটা ভাল করে স্পঞ্জ করে দেয়া। সময়মত যথারীতি স্নান আহার করার অভ্যাস। রাত জাগরণ নিষেধ। কোন উগ্রজাতীয় নেশা বা মদ্যপান নিষেধ।
পথ্য:- কমলা লেবু, সুমিষ্ট আঙ্গুর, বেদানা প্রভৃতি ফলের রস। সহজেই পরিপাক করতে পারে এমন দ্রব্য আহার করা উচিত। জ্যান্ত মাছের ঝোল, সরু চালের ভাত, কাঁচাকলা, পেঁপে ইত্যাদি সিদ্ধ তরকারী। উগ্র মশলা যুক্ত খাদ্য বর্জনীয়। মনে রাখতে হবে রোগীর ব্যবস্থাপনা, আনুষঙ্গিক সেবা যত্ন এবং পথ্য রোগ আরোগ্যের পক্ষে সহায়ক। শুধু ঔষধ খাওয়ালেই রোগ সারে না। পথ্য ও ব্যবস্থাপনার প্রতি সতর্ক দৃষ্টি না দিলে ইহা সর্বদাই রোগ আরোগ্যের পথে অন্তরায় হয়ে দাড়ায়।
আমরা Paperfly, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস.এ পরিবহন (প্রাইভেট) লিমিটেড পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি। অগ্রিম মূল্য পরিশোধ অথবা কুরিয়ার সার্ভিস অফিস থেকে ঔষধ নেয়ার সময় মূল্য পরিশোধের ব্যবস্থা আছে।
অনলাইন এ অর্ডার করতে সমস্যা হলে আমাদের হোয়াটস্যাপ নাম্বারে কল করুন: +৮৮০১৭৯৪৬৯৫৩৫৬
0 Reviews
Thank you so much for your feedback