all
ধাতু দুর্বলতা বা শুক্রক্ষরণ রোগের হোমিওপ্যাথিক ঔষধ। Homeopathic Medicines for Metal Deficiency or Erectile Dysfunction
ধাতু দুর্বলতা/ শুক্রক্ষরণ (Spermatorrhoea)
সংজ্ঞা (Definition)
:- স্নায়ুর
দুর্বলতা হেতু অসাড়ে বা অনিচ্ছায় শুক্রবের হলে এ রোগ জন্মে। হস্তমৈথুন
ও অতিরিক্ত স্ত্রীসহবাস করাই ইহার প্রধান কারণ। এই
রূপ লক্ষণকে ধাতু দুর্বলতা; শুক্রমেহ বা শুক্রক্ষরণ বলে।
আরো পড়ুন: টিটেনিয়াম 3x-অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধ
কারণ-Aetiology:—যৌবনকালে অস্বাভাবিক উপায়ে শুক্রক্ষয় হলে এই রোগ জন্মে। হস্তমৈথুন,
অতিরিক্ত স্ত্রীসহবাস (কোষ্ঠকাঠিণ্য)। অর্শ,
ক্রিমি হেতু এই রোগ হতে পারে। অধিক
অত্যাচারে ও হস্তমৈথুন দোষেই এই রোগ বেশী হয়। যুব
সমাজের মধ্যে এই কুঅভ্যাসটি অধিক মাত্রায় প্রচলিত। ইহাতে
বুদ্ধিবৃত্তি একেবারেই নষ্ট হয়ে যায়। অতএব
এই বদ অভ্যাস থেকে সাবধান থাকাই উচিত। এই
অভ্যাস পরিত্যাগ করতে না পারলে দেহের শ্রীবৃদ্ধি হয় না।
লক্ষণ (Clinical Signs
and symptoms):-
(i) জনইন্দ্রিয় দুর্বল এবং শুক্র ধারণ ক্ষমতা একেবারে কমে যায়। রাত্রে
স্বপ্নদেখে শুক্রক্ষয় পরে দিনের বেলায়ও নিদ্রাকালে স্বপ্ন দেখে শুক্রপাত হয়।
(ii)
রোগ ক্রমে কঠিন হলে অল্প উত্তেজনায় শুক্রপাত, স্ত্রীলোক দেখে, স্পর্শে শুক্রপাত, মনের চাঞ্চল্যে শুক্রপাত, মলত্যাগকালে বেগ দিলে শুক্রপাত, স্বরশক্তির হ্রাস, বুদ্ধিবৃত্তির দুর্বলতা, পুরুষ জননইন্দ্রিয়ের ক্ষীণতা, দুর্বলতা, ক্ষুধাহীনতা, অজীর্ণ, দেহ জীর্ণ শীর্ণ, হৃদস্পন্দন, মাথা ধরা, চোখের চারিদিকে কালিপড়া, অকাল বার্ধক্য ধবজ ভংগ ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।
(iii)
ইহার ফলে অনেক সময় যন্ত্রার ন্যায় কঠিন রোগও হতে পারে। জীবনে
সুখ শান্তি থাকে না। সর্বদাই
মনমরা অবস্থা এমনকি, বন্ধুবান্ধবদের ও আত্মীয় স্বজনদের সংগে দেখা করতে সংকোচ বোধ করে, স্বাস্থহীন ও শ্রীহীন হয়।
হোমিওপ্যাথিক
চিকিৎসা:-
(Homoeopathic Treatment)
লক্ষণ-(Signs and
symptoms)
■ অতিরিক্ত
স্ত্রীসহবাস, হস্তমৈথুনদোষে শুক্রক্ষরণ।
■ অল্প
উত্তেজনায় মলত্যাগকালে বীর্যপাত।
■ সামান্য
কারণে লিঙ্গের উত্তেজনা, বীর্যপাত ।
■ অত্যাধিক
সহবাসে শুক্রক্ষরণে ইহা উপকারী।
ঔষধ ও শক্তি (Medicine):- এসিড ফস 6
প্রয়োগবিধি (Application)
:- একমাত্রা
করে। দিনে
৫/৬ বার।
■ লিংঙ্গের দুর্বলতা ও শিথিলতা, কামশক্তিহীন ।
■ সামান্য
উত্তেজনায় শুক্রপাত, বেগ দিলে বীর্যপাত।
■ দুশ্চিন্তা,
আত্মহত্যার ইচ্ছা, প্রমেহ দোষ।
ঔষধ ও শক্তি (Medicine):- জেলসিয়াম 30
প্রয়োগবিধি (Application)
:- একমাত্রা
করে। দিনে
৪/৫ বার।
লক্ষণ-(Signs and
symptoms)
■ খুব
কাম ভাব; অত্যধিক স্ত্রীসহবাস, হস্তমৈথুন।
■ মুত্রনালীতে
সুড়সুড় লিংগের উত্তেজনা।
■ দেহ
দুর্বল; কোন কাজে অনিচ্ছা, স্নায়বিক দুর্বলতা।
■ লম্বা
দুর্বল যুবকের পক্ষে বিশেষ উপকারী।
ঔষধ ও শক্তি (Medicine):- জেলসিয়াম 30
প্রয়োগবিধি (Application)
:- একমাত্রা
করে দিনে ৪/৫ বার।
লক্ষণ-(Signs and
symptoms)
■ অত্যধিক
স্ত্রী সহবাস, হস্তমৈথুনজনিত বীর্যপাত।
■ স্বপ্নদোষ,
দুর্বলতা, হৃদস্পন্দন, হৃদপিণ্ডের উত্তেজনা।
■ বুকে
চাপবোধ। বুকে
ভারবোধ। ঔষধটি
কেবল ভোর বেলা ব্যবহার করা উচিত।
ঔষধ ও শক্তি (Medicine):- ডিজিটেলিস 6
প্রয়োগবিধি (Application)
:- একমাত্রা
করে দিনে ৫/৬ বার।
অন্যান্য প্রয়োজনীয় ঔষধ (Other important
remedies):- সিপিয়া
30, চায়না 30, নাক্সভমিকা 6. ক্যালকেরিয়া ফস 6, অরাম মেট 6।
বায়োকেমিক ঔষধ (Bio Chemic
medicines) :– নেট্রাম
ফস 6x, নেট্রাম মিউর 3x । সাইলেসিয়া
6x, রাত্রে বীর্য- পড়লে সাইলেসিয়া উপকারী। ঘুমের
মধ্যে আপনা থেকেই বীর্যপতনে নেট্রাম ফস এবং কেলিফস পর্যায়ক্রমে ব্যবহার বিশেষ উপকারী। ২/৩ গ্রেণমাত্রায় সামান্য গরম জলে দিনে ৪/৫ বার সেব্য।
★★
পথ্য ও আনুষংগিক ব্যবস্থা (Dict and
managment) :— মনে
রাখা উচিত এই জাতীয় রোগ ঔষধের মাধ্যমে চিকিৎসা করে আরোগ্য দান করা যায় না। হস্তমৈথুন
কুঅভ্যাস বা উদ্দীপক কারণগুলো পরিহার করতে হবে। মনে
যাতে যথেষ্ট কাম ভাব না আসে সেই জন্য চেষ্টা করা। সৎ
সংগ, ধর্মালোচনা, সং জীবন, দুশ্চিন্তাযুক্ত ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে জীবন যাপন করা। উগ্রকাম
ভাব বর্ণনামূলক নাটক, নভেল, পুস্তিকা পাঠ নিষেধ, বাত। বিষয়ক
বই পড়া নিষেধ। আজকাল
বাজারে শুধু খারাপ বই নয়, আপত্তিকর এবং যৌনচিন্তা উদ্রেককর নানা প্রকার অশ্লীল ছবি পাওয়া যায় । এই
গুলো দেখলে যুবক যুবতীদের মনে বিকৃতিভাবের সৃষ্টি হওয়া স্বাভাবিক। এটা
আমাদের সামাজিক অবক্ষয়। নারীঘটিত
সংবাদ, ধর্ষনের সংবাদ আজকাল সংবাদপত্রে ছড়াছড়ি, সর্বক্ষেত্রেই যেন কলুষ আবহাওয়া প্রবাহিত। এমত
অবস্থায় যুবক যুবতীদের সংপথে পরিচালনা করা কঠিন। আর্থিক
অভাব অনটন, বেকারত্ম, হতাশায় পরিপূর্ণ মনকে সঠিক পথে পরিচালনা করা খুবই কঠিন। এই
জন্যই যৌন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা খুব বেড়ে চলছে। নির্মলবায়ুতে
ভ্রমণ, পরিশ্রম ও বিশ্রাম পুষ্টিকর খাবার, অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠা, ঠাণ্ডা জলে সময়মত স্নান করা। ব্যায়াম
করা দরকার। সাধারণ
স্বাস্থনীতিপালন। লঘু,
পুষ্টিকর খাদ্য গ্রহণ। উত্তেজক
কোন খাদ্য দ্রব্য গ্রহণ করা উচিত নয়। সময়মত
ঘুম, আহার, বিশ্রাম।
আমরা Paperfly, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস.এ পরিবহন (প্রাইভেট) লিমিটেড পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি। অগ্রিম মূল্য পরিশোধ অথবা কুরিয়ার সার্ভিস অফিস থেকে ঔষধ নেয়ার সময় মূল্য পরিশোধের ব্যবস্থা আছে।
অনলাইন এ অর্ডার করতে সমস্যা হলে আমাদের হোয়াটস্যাপ নাম্বারে কল করুন: +৮৮০১৭৯৪৬৯৫৩৫৬
0 Reviews
Thank you so much for your feedback