all
অন্ত্র প্রদাহ (Enterities)
অন্ত্র প্রদাহ কাকে বলে :— খাদ্য হজম হবার পর পাকস্থলী থেকে যে অস্ত্রে আসে তার দুটি অংশ আছে :—ক্ষুদ্রাস্ত্র এবং বৃহদান্ত্র । ক্ষুদ্রাস্ত্রটি প্রায় ১৪ হাত এবং বৃহদান্ত্রটি প্রায় ৪ হাত লম্বা। ক্ষুদ্রাস্ত্র সরু এবং বৃহদান্ত্র মোটা। বিভিন্ন কারণে উভয় অস্ত্রই প্রদাহিত হতে পারে। ক্ষুদ্রান্ত্রের প্রদাহকে Enterities, বৃহদান্ত্র প্রদাহকে Colitis এবং উভয় অস্ত্রের প্রদাহকে Entero Colitis বলে।
সাধারণ ফল:— (i) অনিয়মিত আহার, ঠাণ্ডা লাগা, অস্ত্রে গুলটে গুলটে মল জমে থাকা (ii) মদ্যপান, রেচক বা উত্তেজক ঔষধ ঘন ঘন ব্যবহার। (iii) দুষিত খাদ্য পানীয় গ্রহণ, অখাদ্য, বাসি-পচা, জীবাণু সংক্রমণ। (iv) দীর্ঘদিন আমাশয়ে ভোগা।
জটিল উপসর্গ:— (i) Regional Enteritis (ii) Abdominal Tuberculosis (iii) Intestinal Tuberculosis, (iv) - অস্ত্রের আলসার (v) অস্ত্র ছিদ্র (Perforation) (vi) লিভার আক্রান্ত (vii) Portal Circulation এর মাধ্যমে জীবাণুর বিস্তার ফলে Hepatitis সিরোসিস, লিভার Abcess, লিভার ক্যানসার, জন্ডিস ইত্যাদি।
লক্ষণভিত্তিক
হোমিওপ্যাথিক
চিকিৎসা:—
Symptom wise Treatment
বৈশিষ্ট্যসূচক লক্ষণ—Charecteristic sysmptoms
কারণ— জীবনীশক্তি
বর্ধক রস সমূহের ক্ষয়, রক্ত, শুক্র ইত্যাদি।
মল— অজীর্ণ খাদ্যবস্তু, ফেনাময়, হরিদ্রাবর্ণ।
মূত্র— মুত্র গ্রন্থির ভিতর দিয়ে বেদনা, রাত্রে বৃদ্ধি।
জিহ্বা— বিশ্রী ঘন প্রলেপ, তিক্ত স্বাদ লবন পোড়া স্বাদ।
পিপাসা— পুনপুন অল্প জলের পিপাসা।
বেদনা— বেদনাহীন, রাত্রে অধিক। অংগ-প্রত্যঙ্গে বেদনা।
অন্যান্য— ভীতিপ্রদ, উদ্বেগপূর্ণ স্বপ্ন, ঘুমের মধ্যে নাক ডাকে।
ঔষধ
ও শক্তি (Medicine):- চায়না 6/30
প্রয়োগবিধি
(Application ):- ৩
ঘন্টা অন্তর
বৈশিষ্ট্যসূচক
লক্ষণ-(Charecteristic
sysmptoms)
কারণ— পরিপোষন ক্রিয়ার বিকৃতি, রক্ত দুষ্টি।
মল— অতি অল্প, অতি দুৰ্গন্ধ, কালো বর্ণের।
মুত্র— স্বপ্ন, জ্বালাকর, অনিচ্ছায় নিঃসৃত, অণ্ডলালাময়।
জিহ্বা— জিহ্বা শুদ্ধ, পরিষ্কার, লালবর্ণ, জ্বালাকর বেদনা।
পিপাসা— অত্যন্ত পিপাসা, পুনপুন জলপান। একবারে অল্প জলপান।
বেদনা— জ্বালাকর বেদনা, অস্থিরতা, মুখ দিয়ে গরম জল উঠে।
অন্যান্য— ঠাণ্ডায়, ঠাণ্ডা খাদ্য ও পানীয়ে বৃদ্ধি। উষ্ণখাদ্য ও পানীয়ে উপশম।
ঔষধ
ও শক্তি (Medicine):- আর্সেনিক 6/30
প্রয়োগবিধি (Application ):- ৪ ঘন্টা অন্তর
বৈশিষ্ট্যসূচক
লক্ষণ-(Charecteristic
sysmptoms)
কারণ— উদরাময় চর্মরোগ পর্যায়ক্রমে আসে।
মল— প্রচুর জলের মত, পেটের মধ্যে কলকল শব্দ ।
মুত্র— তলানি পড়ে রাত্রিকালিন মূত্রে ফেনা উঠে। বেদনা – বামবক্ষের ভিতর দিয়ে পিঠ পর্যন্ত বেদনা। অন্ননালীতে জ্বালা, কপালে বেদনা।
অন্যান্য— সামান্য খাদ্য বা পানীয়ে বৃদ্ধি।
ঔষধ
ও শক্তি (Medicine):- ক্রোটন টি 30
প্রয়োগবিধি (Application ):- ২ ঘন্টা অন্তর
বৈশিষ্ট্যসূচক
লক্ষণ-(Charecteristic
sysmptoms)
কারণ— পিত্ত প্রধান ব্যক্তি, সরলাস্ত্র আক্রান্ত। টক ফল।
মল— সবুজ, জলের মত, প্রচুর কোষ্ঠকাঠিণ্য ও উদরাময় পর্যায়ক্রমে। শিশু কলেরা।
জিহ্বা— ভিজা, প্রশস্ত, বৃহৎ, বিশ্রী পচা স্বাদ। জ্বালা।
বেদনা— জলের মত, জেলির মত, আমযুক্ত মলসহ বেদনাহীন।
পিপাসা— প্রচুর শীতল জলের পিপাসা, দুগ্ধবমন।
অন্যান্য— বেদনাহীন কলেরা, ঘুমের মধ্যে শিশুর মাথা ঘামে, চোখ অর্ধমুদ্রিত। বিছানায় মাথা ঘষে।
ঔষধ
ও শক্তি (Medicine):- পডোফাইলাম 6/30
প্রয়োগবিধি
(Application ):- ২
ঘন্টা অন্তর
বৈশিষ্ট্যসূচক
লক্ষণ-(Charecteristic
sysmptoms)
প্রকৃতি— কোপন স্বভাব, শ্লৈষ্মিক ঝিল্লীর শুষ্কতা।
মল— কোষ্ঠকাঠিন্য, শক্ত পোড়া পোড়া, বৃহদাকার।
মুত্র— স্বল্প, গরম, লাল, বাদামীবৰ্ণ।
জিহ্বা— জিহ্বা ও মুখ গহ্বর শুষ্ক, যথেষ্ট পিপাসা, সাদা প্রলেপ।
অন্যান্য— উত্তাপে নড়াচড়ায়। চাপ দিলে, ঠাণ্ডা দ্রব্যে।
ঔষধ
ও শক্তি (Medicine):- ব্রায়োনিয়া 6/30
প্রয়োগবিধি
(Application ):- ২
ঘন্টা অন্তর
আরো কয়েকটি প্রয়োজনীয় ঔষধ :- ক্যান্থারিস, কলোসিন্থ, ইথুজা, একোনাইট, বেলেডোনা লক্ষণানুসারে প্রয়োগ।
আমরা Paperfly, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস.এ পরিবহন (প্রাইভেট) লিমিটেড পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি। অগ্রিম মূল্য পরিশোধ অথবা কুরিয়ার সার্ভিস অফিস থেকে ঔষধ নেয়ার সময় মূল্য পরিশোধের ব্যবস্থা আছে।
অনলাইন এ অর্ডার করতে সমস্যা হলে আমাদের হোয়াটস্যাপ নাম্বারে কল করুন: +৮৮০১৭৯৪৬৯৫৩৫৬
0 Reviews
Thank you so much for your feedback