all
বারবার কুন্থনহীন তরল মল নিঃসরন হওয়াকে উদরাময় বলে।
■ কারণ– অতিরিক্ত তেল, চর্বি ভোজন। ফলমূল খেয়ে।
■ মল– পাতলা হরিদ্রাবর্ণের মল তৎসহ পরিপাক দ্রব্য নির্গত।
■ মূত্র– বৈশিষ্টহীন, স্বাভাবিক ।
■ জিহ্বা– মুখে স্বাদ পায়না। খাদ্যবস্তু লবন পোড়া মনে হয় ।
■ পিপাসা– পুনপুন অল্প জলের পিপাসা।
■ অন্যান্য– আহারান্তে বা রাত্রে বৃদ্ধি । গ্রীষ্মকালীন উদরাময়, পেট ফুলা, পেট ডাকা। বেদনাশূন্য, ফেনাময়। অত্যন্ত দুর্বলকর বাহা তৎসহ পেট ফাঁপ। দুধ সহ্য হয় না।
আরো পড়ুন: সেলেনিয়াম 3x- অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ
ঔষধ
ও শক্তি (Medicine):-
প্রয়োগবিধি (Application):- ২ ঘন্টা অন্তর
■ কারণ – ঘৃতপর ও তৈলাক্ত দ্রব্য ভোজন, অপাচ্য দ্রব্য আহার, ফল।
■ মল – পীত, সবুজ, আমযুক্ত, পরিবর্তনশীল মল।
■ মূত্র– শয়ন করলে বৃদ্ধি ।
■ জিহ্বা– সাদা বা হলদে বর্ণ, দুচ্ছেদা শ্লেষ্মায় আকৃত।
■ পিপাসা– মুখ শুষ্ক কিন্তু পিপাসা থাকে না।
■ অন্যান্য– গড় গড় শব্দ করে জলের মত মল। রাত্রে অধিক। দুইবারের মল এক রকম হয় না।
ঔষধ ও শক্তি (Medicine):- পালসেটিলা 30
প্রয়োগবিধি (Application):- ৩ ঘন্টা অন্তর
লক্ষণ-Signs and symptoms
■ কারণ– মানসিক উত্তেজনা
■ মল– হঠাৎ প্রচণ্ড পাতলা, কলেরার মত চালধোয়া জলবৎ ।
■ ঘর্ম– কপালে শীতল ঘর্ম ।
■ জিহ্বা– বিবণ, শীতল, পিপারমেন্ট লাগানোর ন্যায় ঠাণ্ডা বোধ।
■ পিপাসা– মুখ ও জিহ্বার মধ্যভাগ শুষ্ক জলপানেও উপশম হয় না।
■ অন্যান্য– বাহা ও বমন একসঙ্গে দেখা যায়। হাত পায়ে খিল ধরা। বিষ্ঠা ভক্ষনের প্রবৃত্তি।
ঔষধ ও শক্তি (Medicine):- ভিরেট্রাম এ্যাল 6/30
প্রয়োগবিধি (Application):- ২ ঘন্টা অন্তর
■ কারণ– অতিমাত্রায় ঔষধ সেবন।
■ মল– অজ্ঞাতসারে মল নিঃসরণ, হরিদ্রাবর্ণের।
■ মূত্র– মূত্রত্যাগকালে, বায়ু নিঃসরণে মলত্যাগ। স্বল্পমূত্র।
■ জিহ্বা– তিক্ত ও অম্লস্বাদ, স্বাদহীন উদ্গার।
■ পিপাসা– স্বাভাবিক।
■ অন্যান্য– প্রাতে. ও আহারের পর রোগবৃদ্ধি। গরম বায়ু সহ মলত্যাগ। কল কল শব্দে পেট ডাকে।
প্রয়োগবিধি (Application):- ১ ঘন্টা অন্তর
■ কারণ– কোষ্ঠকাঠিনা ও উদরাময় পর্যায়ক্রমে।
■ মল– প্রাতকালীন উদরাময়, দাঁত উঠার সময়। দুর্গন্ধযুক্ত, শু প্রচুর, জলের মত । পিত্ত মিশ্রিত। জলের মত তৎসহ জেলির মত আম। প্রচুর ও বেদনাহীন।
■ জিহ্বা– প্রশস্ত, বৃহৎ, ভিজা। জ্বালা অনুভব। পচা স্বাদ।
■ পিপাসা– প্রচুর শীতল জলপানের ইচ্ছা।
■ অন্যান্য– মলত্যাগের পূর্বে বা সময় গুহ্যদ্বার নির্গমণ। বাহ্যিক বা আভ্যন্তরীণ অর্শ। উদরাময় ও শিরপীড়া পর পর ঘুরে ঘুরে আসে।
ঔষধ ও শক্তি (Medicine):- পডোফাইলাম 6
প্রয়োগবিধি (Application):- ১ ঘন্টা অন্তর
ঔষধ ও শক্তি (Medicine):- ইপিকাক 30
প্রয়োগবিধি (Application):- ১ ঘন্টা অন্তর
■ কারণ– স্নায়বিক দুর্বলতা হেতু। জননযন্ত্রের রোগ।
ঔষধ ও শক্তি (Medicine):- নফার লুটিয়াম 3x
প্রয়োগবিধি (Application):- ২ ঘণ্টা অন্তর
পুরাতন উদরাময় (Chronic Diarrhoea)
লক্ষণ-Signs and symptoms
■ মল– সাদা দধির মত বা হরিদ্রাবর্ণ, আঠার মত।
■ গন্ধ– অম্লগন্ধ, এমনকি রোগীর গা থেকেও অম্লগন্ধ ।
■ বেদনা– মলত্যাগের পূর্বে নিষ্ফল মলবেগ। কুস্থণ, গুহ্যদ্বারে জ্বালা, মল পরিবর্তিত হলে কাদার মত শুষ্ক হলেও বেদনা শূলবেদনা, নিষ্ফল কুস্থণ।
■ ঘর্ম– মুখ মণ্ডলের ওপর শীতল ঘর্ম ।
■ অন্যান্য– মুখ থেকে প্রচুর লালাস্রাব। দাঁত উঠার সময় উপযোগী।
প্রয়োগবিধি (Application):- ৪ ঘন্টা অন্তর
লক্ষণ-Signs and symptoms
■ মল– হরিদ্রাবর্ণ জলের মত। অসাড়ে মল নির্গমন।
■ মূত্র– মুত্রে যথেষ্ট পিত্ত, ইষ্টকচূর্ণের ন্যায় তলানী।
■ জিহ্বা – বাদামীবর্ণের তিক্ত প্রলেপ। ঘন, চটচটে।
■ পিপাসা – ঠাণ্ডা জল পানের ইচ্ছা। পিত্ত বমন।
■ বেদনা – যকৃত প্রদাহ, সূচফোটার ন্যায় পেটে বেদনা।
■ বৃদ্ধি – সঙ্গীত, বামপার্শ্বে শয়ন। ঠাণ্ডায়।
■ হ্রস- চাপ, আবহাওয়া পরিবর্তন, শুষ্ক আবহাওয়া।
আরো পড়ুন: টিটেনিয়াম 3x-অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধ
প্রয়োগবিধি (Application):- ৩ ঘন্টা অন্তর
লক্ষণ-Signs and symptoms
■ মল– প্রাতকালীন বেদনাহীন উদরাময়। ঘুম থেকে উঠেই ছুটতে হয়। বারবার নিষ্ফল মলবেগ। পরিমান কম।
■ মূত্র– পুণপুণ মূত্র, অসাড়ে মূত্র, বর্ণহীন প্রচুর।
■ জিহ্বা– সাদা, অগ্রভাগ ও ধারগুলো লাল।
■ পিপাসা– যথেষ্ট জলপান করে কিন্তু অল্প আহার করে।
■ অন্যান্য– দুধ সহ্য হয় না, অত্যন্ত অম্ল সঞ্চয়, গুহ্যদ্বারের চারিদিকে লালবর্ণ।
ঔষধ ও শক্তি (Medicine):- সালফার 6/30
প্রয়োগবিধি (Application):- দিনে দুবার
■ মল– বেদনাহীন, সবুজ আম, সাদা চর্বি কলার ন্যায় অজীর্ণ ভূক্ত দ্রব্য মিশ্রিত। মাংসধোয়া জলের ন্যায়। অতি দুর্গন্ধ মল এবং বাত কর্ম।
■ গন্ধ– অম্ল গন্ধ। যক্ষ্মারোগীর উদরাময়ে ফলপ্রদ।
■ জিহ্বা– শুষ্ক, মসৃণ, রক্তবর্ণ।
■ পিপাসা– ঠাণ্ডা জল পানের ইচ্ছা। জল খেলেই বমি হয়ে যায়।
■ মূত্র– অণ্ড জ্বালাময়, লালবর্ণের তলানী।
■ অন্যান্য– উষ্ণ খাদ্য পানীয়ে বৃদ্ধি। শীতল খাদ্য গ্রহণে উপশম।
ঔষধ ও শক্তি (Medicine):- ফসফরাস 3/6
প্রয়োগবিধি (Application):- দিনে দুবার
বিঃ দ্রঃ ঔষধ নির্বাচনের সময় রোগীর Stool examination এবং Urinal রিপোর্ট দেখে নিবেন এবং সংশ্লিষ্ট ছকটি দেখবেন।
সাধারন নির্বাচিত ঔষধ :-
উৎকট, বিশ্রী দুর্গন্ধে উদরাময়– পাইরোজেন।
দূষিত জলপানে উদরাময়– গ্যাটিওলা।
কাঁচা/টক ফল খেয়ে– চায়না।
ভয় পেয়ে– ইগ্নেসিয়া।
অতি মিষ্টি দ্রব্য খেয়ে– পালসেটিলা।
দুধ পান হেতু – সাইলেসিয়া, নেট্রামকার্ব ।
লুচি মাংস খেয়ে– পালস।
আরো পড়ুন: সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার
আনুষঙ্গিক
ব্যবস্থা ও পথ্যঃ— তরুণ উদরাময়ে বিশ্রামের প্রয়োজন। ভাল
ঘুমের প্রয়োজন। অধিক
জলপান, অতি ব্যস্তভাবে অস্থির করা, অতিরিক্ত সরস খাদ্য, বাসি পচা খাদ্য নিষেধ। অল্পসিদ্ধ
বা পক্ক খাদ্য, ঝাল তরল খাদ্য এক সঙ্গে খাওয়া নিষেধ। এই
জাতীয় রোগীর পক্ষে পথ্য অতি গুরুত্বপূর্ণ। পুরাতন
উদরাময়ে ভাল সরু চালের ভাত, মাগুর, শিং মাছের ঝোল, তাতে কাঁচকলা, পেঁপে, ডুমুর, ২/৪টা থানকুনিপাতা দিলে ভাল হয়। সামান্য
লেবুর রস খাওয়া যায়। দুধ
খাওয়া নিষেধ নয় যদি হজম করতে পারে। যদি
দুধ হজম করতে না পারে তবে না দেয়াই ভাল। সামান্য
ছাগলের দুধ খাওয়ানোর চেষ্টা করা উচিত। দুধ
সব চেয়ে উত্তম পথ্য যদি সারতে পারে। চিড়ের
ক্বাথ ভাল পথ্য। তরুণ
পীড়ায় যতক্ষণ প্রবল মল নিঃসরণ হতে থাকে ততক্ষণ কিছু না দেয়াই ভাল। তবে
লক্ষ্য রাখবেন রোগীর মধ্যে যেন ডিহাইড্রেশনের লক্ষণ না দেখা দেয়। Electoral জল, খুবই
ভাল ।
0 Reviews
Thank you so much for your feedback