ডায়েরিয়া বা উদরাময়  রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা । Homeopathic treatment of flatulence or diarrhea

ডায়েরিয়া বা উদরাময় রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা । Homeopathic treatment of flatulence or diarrhea

Size
Price:

all

Diarrhoea

উদরাময়-Diarrhoea: 

বারবার কুন্থনহীন তরল মল নিঃসরন হওয়াকে উদরাময় বলে

 লক্ষণ-Signs and symptoms

 কারণ    অতিরিক্ত তেলচর্বি ভোজন ফলমূল খেয়ে

 মল    পাতলা হরিদ্রাবর্ণের মল তৎসহ পরিপাক দ্রব্য নির্গত

 মূত্র    বৈশিষ্টহীনস্বাভাবিক 

 জিহ্বা    মুখে স্বাদ পায়না খাদ্যবস্তু লবন পোড়া মনে হয় 

■  পিপাসা    পুনপুন অল্প জলের পিপাসা

■  অন্যান্য    আহারান্তে বা রাত্রে বৃদ্ধি  গ্রীষ্মকালীন উদরাময়পেট ফুলাপেট ডাকা     বেদনাশূন্যফেনাময় অত্যন্ত দুর্বলকর বাহা তৎসহ পেট ফাঁপ দুধ সহ্য হয় না

আরো পড়ুন: সেলেনিয়াম 3x- অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ

ঔষধ শক্তি (Medicine):- চায়না 6/30

প্রয়োগবিধি (Application):-  ঘন্টা অন্তর


লক্ষণ-Signs and symptoms

■ কারণ    ঘৃতপর তৈলাক্ত দ্রব্য ভোজন, অপাচ্য দ্রব্য আহার, ফল

 মল     পীতসবুজআমযুক্তপরিবর্তনশীল মল

 মূত্র    শয়ন করলে বৃদ্ধি 

 জিহ্বা    সাদা বা হলদে বর্ণদুচ্ছেদা শ্লেষ্মায় আকৃত

 পিপাসা    মুখ শুষ্ক কিন্তু পিপাসা থাকে না

 অন্যান্য     গড় গড় শব্দ করে জলের মত মল রাত্রে অধিক। দুইবারের মল এক রকম হয় না

ঔষধ  শক্তি (Medicine):- পালসেটিলা 30

প্রয়োগবিধি (Application):-  ঘন্টা অন্তর

লক্ষণ-Signs and symptoms

■ কারণ    মানসিক উত্তেজনা

 মল    হঠাৎ প্রচণ্ড পাতলা, কলেরার মত চালধোয়া জলবৎ

র্ম    কপালে শীতল ঘর্ম 

 জিহ্বা    বিবণশীতলপিপারমেন্ট লাগানোর ন্যায় ঠাণ্ডা বোধ

■ পিপাসা    মুখ  জিহ্বার মধ্যভাগ শুষ্ক জলপানেও উপশম হয় না

 অন্যান্য    বাহা  বমন একসঙ্গে দেখা যায় হাত পায়ে খিল ধরা বিষ্ঠা ভক্ষনের প্রবৃত্তি

ঔষধ  শক্তি (Medicine):- ভিরেট্রাম এ্যাল 6/30

প্রয়োগবিধি (Application):-  ঘন্টা অন্তর

 লক্ষণ-Signs and symptoms

■ কারণ    অতিমাত্রায় ঔষধ সেবন

 মল    অজ্ঞাতসারে মল নিঃসরণহরিদ্রাবর্ণের

 মূত্র    মূত্রত্যাগকালেবায়ু নিঃসরণে মলত্যাগ স্বল্পমূত্র

 জিহ্বা    তিক্ত  অম্লস্বাদস্বাদহীন উদ্গার

 পিপাসা    স্বাভাবিক

 অন্যান্য    প্রাতে আহারের পর রোগবৃদ্ধি গরম বায়ু সহ মলত্যাগ                          কল কল শব্দে পেট ডাকে

 ঔষধ  শক্তি (Medicine):- এলোজ 30

প্রয়োগবিধি (Application):-  ঘন্টা অন্তর

 লক্ষণ-Signs and symptoms

 কারণ     কোষ্ঠকাঠিনা  উদরাময় পর্যায়ক্রমে

 মল    প্রাতকালীন উদরাময়দাঁত উঠার সময় দুর্গন্ধযুক্তশু প্রচুরজলের মত  পিত্ত মিশ্রিত                 জলের মত তৎসহ জেলির মত আম প্রচুর  বেদনাহীন

 জিহ্বা    প্রশস্তবৃহৎভিজা জ্বালা অনুভব পচা স্বাদ

 পিপাসা    প্রচুর শীতল জলপানের ইচ্ছা

■ অন্যান্য    মলত্যাগের পূর্বে বা সময় গুহ্যদ্বার নির্গমণ বাহ্যিক বা আভ্যন্তরীণ অর্শ                 উদরাময়  শিরপীড়া পর পর ঘুরে ঘুরে আসে

ঔষধ  শক্তি (Medicine):- পডোফাইলাম 6

প্রয়োগবিধি (Application):-  ঘন্টা অন্তর


লক্ষণ-Signs and symptoms
■ কারণ    অপ্রাচ্য দ্রব্য খেয়ে কাঁচা ফলমূল খেয়ে
 মল    ঘাসের মত সবুজবর্ণপচা গন্ধফেনা ফেনাজলের মত রক্ত মিশ্রিত                             ঝুলের মত কালো মলনাভি দেশে চী খামচানো ব্যথা মল আমাশয়ের মত পিচ্ছিল
 পিপাসা    নাই
 জিহ্বা    পরিষ্কারপ্রচুর লালাস্রাব
 অন্যান্য    পাতলা জলের মত মলবাহ্যের সঙ্গে বমিপেটে বেদনা

ঔষধ  শক্তি (Medicine):- ইপিকাক 30

প্রয়োগবিধি (Application):-  ঘন্টা অন্তর


 লক্ষণ-Signs and symptoms

কারণ    স্নায়বিক দুর্বলতা হেতু জননযন্ত্রের রোগ

 মল    হরিদ্রাবর্ণটাইফয়েড জ্বর সহ উদরাময় টক গন্ধজলের মত পেটে বায়ু সঞ্চয়

 সময়    ভোর ৪টা হতে ৭টা পর্যন্ত মলত্যাগকালে অনিচ্ছায় রেত স্খলন

 অন্যান্য–     ধবজভঙ্গকামপ্রবৃত্তির সম্পূর্ণ লোপ

ঔষধ  শক্তি (Medicine):- নফার লুটিয়াম 3x

প্রয়োগবিধি (Application):-  ঘণ্টা অন্তর

পুরাতন উদরাময় (Chronic Diarrhoea)

লক্ষণ-Signs and symptoms

মল    সাদা দধির মত বা হরিদ্রাবর্ণআঠার মত 

গন্ধ    অম্লগন্ধএমনকি রোগীর গা থেকেও অম্লগন্ধ  

বেদনা     মলত্যাগের পূর্বে নিষ্ফল মলবেগ                                    কুস্থণগুহ্যদ্বারে জ্বালামল পরিবর্তিত হলে কাদার মত শুষ্ক হলেও বেদনা শূলবেদনানিষ্ফল কুস্থণ

ঘর্ম–     মুখ মণ্ডলের ওপর শীতল ঘর্ম 

■ অন্যান্য    মুখ থেকে প্রচুর লালাস্রাব দাঁত উঠার সময় উপযোগী

 ঔষধ  শক্তি (Medicine):- রিউম 6/30

প্রয়োগবিধি (Application):-  ঘন্টা অন্তর

লক্ষণ-Signs and symptoms

 মল    হরিদ্রাবর্ণ জলের মত অসাড়ে মল নির্গমন

 মূত্র    মুত্রে যথেষ্ট পিত্ত, ইষ্টকচূর্ণের ন্যায় তলানী

 জিহ্বা     বাদামীবর্ণের তিক্ত প্রলেপ ঘন, চটচটে

 পিপাসা –    ঠাণ্ডা জল পানের ইচ্ছা পিত্ত বমন

 বেদনা    যকৃত প্রদাহ, সূচফোটার ন্যায় পেটে বেদনা

 বৃদ্ধি –    সঙ্গীত, বামপার্শ্বে শয়ন ঠাণ্ডায়

 হ্রস-    চাপ, আবহাওয়া পরিবর্তন, শুষ্ক আবহাওয়া

আরো পড়ুন: টিটেনিয়াম 3x-অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধ

 ঔষধ  শক্তি (Medicine):- নেট্রাম সালফ 1x

প্রয়োগবিধি (Application):-  ঘন্টা অন্তর

লক্ষণ-Signs and symptoms

 মল    প্রাতকালীন বেদনাহীন উদরাময় ঘুম থেকে উঠেই ছুটতে হয় বারবার নিষ্ফল মলবেগ                  পরিমান কম

■ মূত্র     পুণপুণ মূত্রঅসাড়ে মূত্রবর্ণহীন প্রচুর  

জিহ্বা    সাদাঅগ্রভাগ  ধারগুলো লাল

পিপাসা    যথেষ্ট জলপান করে কিন্তু অল্প আহার করে

■ অন্যান্য    দুধ সহ্য হয় নাঅত্যন্ত অম্ল সঞ্চয়গুহ্যদ্বারের চারিদিকে লালবর্ণ

ঔষধ  শক্তি (Medicine):- সালফার 6/30

প্রয়োগবিধি (Application):- দিনে দুবার

 লক্ষণ-Signs and symptoms

 মল    বেদনাহীনসবুজ আমসাদা চর্বি কলার ন্যায় অজীর্ণ ভূক্ত দ্রব্য মিশ্রিত                                           মাংসধোয়া জলের ন্যায়। অতি দুর্গন্ধ মল এবং বাত কর্ম

■ গন্ধ    অম্ল গন্ধ যক্ষ্মারোগীর উদরাময়ে ফলপ্রদ 

■ জিহ্বা    শুষ্কমসৃণরক্তবর্ণ

 পিপাসা    ঠাণ্ডা জল পানের ইচ্ছা জল খেলেই বমি হয়ে যায়

■ মূত্র    অণ্ড জ্বালাময়লালবর্ণের তলানী

■ অন্যান্য    উষ্ণ খাদ্য পানীয়ে বৃদ্ধি শীতল খাদ্য গ্রহণে উপশম

ঔষধ  শক্তি (Medicine):- ফসফরাস 3/6

প্রয়োগবিধি (Application):- দিনে দুবার

বিঃ দ্রঃ ঔষধ নির্বাচনের সময় রোগীর Stool examination এবং Urinal রিপোর্ট দেখে নিবেন এবং সংশ্লিষ্ট ছকটি দেখবেন

সাধারন নির্বাচিত ঔষধ :- 

উৎকট, বিশ্রী দুর্গন্ধে উদরাময়  পাইরোজেন 

দূষিত জলপানে উদরাময় গ্যাটিওলা 

কাঁচা/টক ফল খেয়ে চায়না 

ভয় পেয়েইগ্নেসিয়া 

অতি মিষ্টি দ্রব্য খেয়ে পালসেটিলা। 

দুধ পান হেতু – সাইলেসিয়া, নেট্রামকার্ব  

লুচি মাংস খেয়ে পালস

আরো পড়ুন: সাই‌ডো‌নিয়া ভালগা‌রিস মাদার টিংচার

আনুষঙ্গিক ব্যবস্থা পথ্য তরুণ উদরাময়ে বিশ্রামের প্রয়োজন ভাল ঘুমের প্রয়োজন অধিক জলপান, অতি ব্যস্তভাবে অস্থির করা, অতিরিক্ত সরস খাদ্য, বাসি পচা খাদ্য নিষেধ অল্পসিদ্ধ বা পক্ক খাদ্য, ঝাল তরল খাদ্য এক সঙ্গে খাওয়া নিষেধ এই জাতীয় রোগীর পক্ষে পথ্য অতি গুরুত্বপূর্ণ পুরাতন উদরাময়ে ভাল সরু চালের ভাত, মাগুর, শিং মাছের ঝোল, তাতে কাঁচকলা, পেঁপে, ডুমুর, /৪টা থানকুনিপাতা দিলে ভাল হয় সামান্য লেবুর রস খাওয়া যায় দুধ খাওয়া নিষেধ নয় যদি হজম করতে পারে যদি দুধ হজম করতে না পারে তবে না দেয়াই ভাল সামান্য ছাগলের দুধ খাওয়ানোর চেষ্টা করা উচিত দুধ সব চেয়ে উত্তম পথ্য যদি সারতে পারে চিড়ের ক্বাথ ভাল পথ্য তরুণ পীড়ায় যতক্ষণ প্রবল মল নিঃসরণ হতে থাকে ততক্ষণ কিছু না দেয়াই ভাল তবে লক্ষ্য রাখবেন রোগীর মধ্যে যেন ডিহাইড্রেশনের লক্ষণ না দেখা দেয় Electoral জল, খুবই ভাল

0 Reviews

Contact form

নাম

ইমেল *

বার্তা *