কোষ্ঠ কাঠিণ্য রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা । Homeopathic treatment of constipation

কোষ্ঠ কাঠিণ্য রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা । Homeopathic treatment of constipation

Size
Price:

all

কোষ্ঠ কাঠিণ্য রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা । Homeopathic treatment of constipation 

Constipation
    কোষ্ঠ কাঠিণ্য -Constipation

সরলাস্ত্র আবদ্ধ থাকে এবং পায়খানা পরিষ্কার হয় না এই লক্ষণকে কোষ্ঠকাঠিণ্য বলে

কারণ — উপযুক্ত খাবারের অভাব বা অনিয়মিত আহারনির্দিষ্ট সময় মল ত্যাগ না করাআন্ত্রিক ক্রিয়ার দুর্বলতাঅলস  নিরব নির্জনে দিন কাটানদেশ ভ্রমণযকৃতের অসুখহজমের ঔষধ সেবনআফিংগাজা ইত্যাদি মাদক দ্রব্য সেবন করলে এই রোগ হতে পারে এছাড়াও অস্ত্র অর্বুদঅস্ত্র ক্যানসারঅস্ত্রক্ষতজনিত কারণে হতে পারে কারণ এতে অস্ত্র সংকোচন ঘটেগুহ্যদ্বারে অর্শগুহ্য বিদারণউদর  অস্ত্র পেশীর দুর্বলতার জন্য সংকোচন শক্তির অভাবস্নায়বিক বিকৃতিযকৃতপ্যাংক্রিয়াস বা অস্ত্রগ্রন্থি হতে নিঃসৃত পদার্থের অভাব বা কোলনের ক্রিয়া বিকলতা হেতু মল বহিকরণ করার ক্ষমতা হ্রাস

 আরো পড়ুন: ড্যামিয়াপ্ল্যান্ট অরিজিনাল জার্মানী হোমিওপ্যাথি ঔষুধ

জটিলতা :- অস্ত্র অবরোধ (Intestinal obstruction). Toxic absorbtion হয়ে Toximia. এন্টারিক ফিভার, Gall Stone, Hepatitis, Liver absess. লিভার সিরোসিস এবং এ্যানিমিয়া হতে পারে

Pathological Investigation:- 

মলমূত্ররক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারেবুঝতে হলে এই ছকটি ভাল করে বুঝতে হবেঅস্বাভাবিক রক্ত পরীক্ষায় যা ধরা পড়ে এবং কী রোগের লক্ষণ সূচনা করে নিম্নে দেয়া হলো :—

নিউট্রোফিলস বৃদ্ধি পেলে বা কম হলে :-

বৃদ্ধি পেলে – Infection দরুণ এবং নানা ধরনের Inflamation দেখা দেয় যেমন সেপটিক

কম হলে  - কালাজ্বরম্যালেরিয়াটি.বিটাইফয়েডহুপিং কাশিহাঁপানি প্রভৃতি রোগ হতে পারে

লিম্ফোসাইটিসবৃদ্ধি পেলে বসন্তজলবসন্তহামটাইফাসহুপিং কাশিব্রংকোনিও মোনিয়াব্যাসিলারি আমাশয় প্রভৃতি রোগ হতে পারে কম হলে টি.বি.. ক্যানসার বা কার্সিনোমা প্রভৃতি রোগ হতে পারে

মনোসাইটিস : বৃদ্ধি পেলে ম্যালেরিয়াকালাজ্বর অ্যামিবা যুক্ত আমাশয়টাইফাসডেঙ্গুপীত জ্বরহামসিফিলিস প্রভৃতি রোগ হতে পারে

ইয়োসিনোফিলবৃদ্ধি পেলে অস্ত্রে প্যারাসাইট জমলে চর্মরোগআমবাত হাঁপানিএলার্জি গনোরিয়াডেঙ্গুড্রপসি প্রভৃতি রোগ হতে পারে। কম হলে – অতিরিক্ত Infection এর Acute অবস্থা

ব্যাসোফিল :- বৃদ্ধি পেলে – ক্রনিক মাইলয়েডলিউকোমিয়াজণ্ডিসএরিথ্রিসিয়া রোগ হতে পারে লিউকোমিয়া রোগে শ্বেত কণিকার সংখ্যা ২০-৪০ গুন বৃদ্ধি হয়ে যায়

বিলিরুবিন : বৃদ্ধি পেলে  বাইল ডাক্টের মধ্যে কোন বাধা পেলে গলষ্টোনজণ্ডিসলিভার ক্ষত বা প্রদাহ হতে পারে অতিরিক্ত রক্তপাত হলে বা রক্তকনিকা (RBC) ভেঙে গেলে হিমোলাইসিস রোগ হতে পারে

ক্যালসিয়াম :- প্রতি 100 মিলিতে 9-11 মিঃগ্রাঃ থাকা স্বাভাবিককিন্তু বৃদ্ধি পেলে প্যারাথাইরয়েড গ্রন্থির অতিবৃদ্ধি হয় কম হলে রিকেট রোগ হতে পারে

 ফসফরাস : বৃদ্ধি হলে — নেফ্রাইটিসরিকেটইউরিমিয়া হয়। কম হলে – হাইপার থাইরয়েড রোগ হতে পারে

৯. প্রোটিন:- বৃদ্ধি পেলে – ডিহাইড্রেশান দেখা দেয় কম হলে – কিডনীর রোগলিভারের রোগ হয় 

১০সুগার :- বেশী হলে – ডায়াবেটিস মেলিটাস হয় কম হলে – ক্যানসার হতে পারে

১১এলুমিন :- বেশী হলে – ডিহাইড্রেশান হয়

১২. Volume of Blood :- কম হলে – কিডনীর রোগঅপুষ্টিলিভারের রোগ হয় দেহের ওজনের 7-9 ভাগ পর্যন্ত (4-6 লিটার)

আরো পড়ুন: R41অরিজিনাল জার্মানী হোমিওপ্যাথি ঔষধ  

রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় পদ্ধতি

পরীক্ষার নাম & রোগের নাম

  • W. R. Positive হলে - সিফিলিস বুঝায় 
  • A. Chopra Test-- কালাজ্বরের পরীক্ষা
  • Parasites:-ফাইলেরিয়াম্যালেরিয়া প্রভৃতি রোগ
  • Haemoglobin:-85 এর নীচে গেলে Anaemia বুঝায়
  •  Lucocytes:- থেকে 10 হাজারের বেশী বা কমে নানা রোগ হয় 
  • WBC/TC/DC:-হুপিং কাশিড্রপসি ইত্যাদি রোগের পরীক্ষা
  •   ESR:- বাত বা টি.বিরোগের পরীক্ষা
  • W.A. Test:- টাইফয়েডর জন্য করতে হয়
  • CSF Test:-    সিফিলিস রোগ ধরার জন্য
  • HIV Test:-  এইডস রোগ ধরার জন্য
কোষ্ঠকাঠিন্যের লক্ষণ ভিত্তিক ঔষধ :- লক্ষণ-Signs and symptom
  • প্রকৃতি-রোগী কৃশকৃপণচঞ্চলকর্মতৎপরস্নায়বিক এবং ক্রোধপ্রবণ
  • মল -পুনঃপুনঃ মলবেগ মলত্যাগ অসম্পূর্ণ মনে হয় খানিকটা রয়ে গেল পুণঃপুণঃ নিষ্ফল মলবেগ প্রতিবারেই সামান্য মলত্যা
  •  জিহ্বা- জিহ্বার প্রথমার্ধ পরিষ্কার কিন্তু পিছনের অর্ধ কন্টকে পূর্ণ  ধারগুলো সাদাহরিদ্রাবর্ণফাটা ফাটা
  • অন্যান্য-দেহ অত্যন্ত উষ্ণ বিশেষ করে মুখমণ্ডল কিন্তু নড়তে গেলে বা আবরণ খুলে দিলে শীতবোধ প্রাতঃকালেআহারের পরশীতে বৃদ্ধি সন্ধ্যাকালেচাপদিলে উপশম

                          ঔষধ  শক্তি (Medicine):- নাক্সভমিকা 200

    প্রয়োগবিধি (Application):-   ঘন্টা অন্তর 

  • প্রকৃতি- রোগী বেদনার অনুভূতি থাকেনা, ঘর ঘর শব্দে শাষ প্রশ্বাস নেয়।
  • মল  - অত্যন্ত কোষ্ঠকাঠিন্যগোলগোল শক্তবর্ণের মত
  • মুত্র- মুত্রপাত আরম্ভ হতে বিলম্ব হয়সরু ধারা
  •   জিহ্বা - শুঙ্ক  কালোবর্ণপক্ষাঘাতগ্রস্ত প্রবল তৃষ্ণা
  •  ঘাম - হাত পা ছাড়া দেহের সর্বত্র উষ্ণ ঘাম চর্ম ভিজা
  • অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ঝাকি দিয়ে উঠে হাত-পা যেন পিছনের দিকে বেঁকে যায় উত্তাপে বৃদ্ধি শীতল দ্রব্যে উপশম হাটলে উপশম

            ঔষধ  শক্তি (Medicine):- ওপিয়াম 30

       প্রয়োগবিধি (Application):-   ঘন্টা অন

  • প্রকৃতি— কোপন স্বভাববিছানা থেকে উঠলেই মাথা ঘোরে
  • মল— শক্তশুষ্কপোড়া পোড়াবৃহদাকাররক্তাক্ত মল    
  • জিহ্বা— জিহ্বা শুল্কসাদা ময়লার প্রলেপতিক্ত স্বাদ
  • পিপাসা — যথেষ্ট
  • মুত্র বাদামী বর্ণঅল্প এবং গরম
  • ঘাম— সহজেই প্রচুর ঘাম হয়
  • অন্যান্য – খোঁচামারাছিড়ে ফেলার ন্যায় বেদনা  বেদনা     সঞ্চালনে বৃদ্ধি শ্লৈষ্মিক ঝিল্পীসমূহ শুষ্কতাপ্রাপ্ত

            ঔষধ  শক্তি (Medicine):- ব্রায়োনিয়া 30

            প্রয়োগবিধি (Application):-   ঘন্টা অন্তর

  • প্রকৃতি—রোগী অল্পের মধ্যেই ক্লান্ত হয়, দুর্বল প্রকৃতির
  • মল  মলত্যাগকালে গুহ্যদ্বারে খোচামারা ব্যথা প্রচণ্ড  কোষ্ঠকাঠিন্যমলদ্বারের আক্ষেপ
  • মূত্র—প্রমেহবৎ স্রাব, পচা গন্ধ গনোরিয়ার লক্ষণ 
  • জিহ্বা—   সাদা ময়লার প্রলেপ, স্ফীত, থলথলে দাঁতের দাগ পড়ে তিক্ত স্বাদ
  • ঘাম প্রচুরচর্মে গুড় গুড় বোধচর্মরোগ প্রবণ সর্বত্র ঠাণ্ডা ঘাম
  • অন্যান্য রুটি বা তরকারী খেতে পারে নাক্ষুধাহীণতা পাকস্থলীর প্রদাহ। কোলযুক্ত পদার্থ  দ্বারা পেটে খোঁচা মারা ব্যথাবসা থেকে উঠতে গেলে মাটিতে হাত ভর দিতে হয়

       ঔষধ  শক্তি (Medicine):- হাইড্রাসটিস Q

       প্রয়োগবিধি (Application):-   ঘন্টা অন্তর প্ৰকৃতি — অত্যন্ত স্বার্থপরঅন্যের দিকে ভ্রুক্ষেপ করে না

  • মলপুণঃপুণঃ নিষ্ফল মলবেগ শক্তগাঁট গাঁট 
  • মূত্রঅসাড়ে মূত্রপুণঃপুণঃ মূত্রপুজ  শ্লেষ্মা
  • জিহ্বা প্রাতকালে তিক্ত স্বাদসাদাঅগ্রভাগ  ধারগুলো লাল
  • পিপাসা- যথেষ্ট জল পান করে কিন্তু অল্প আহার করে
  • ঘাম - বগলের ঘামে রসুনের গন্ধ রাত্রে হাতের তালু     পায়ের তলা জ্বলে
  • অন্যান্য- উত্তাপের ঝলকাজলের প্রতি বিরাগচর্মের শুষ্কতাদেহের বুদ্ধগুলো লালবেলা ১১টায় পাকস্থলীতে খালি বোধ

            ঔষধ  শক্তি (Medicine):- সালফার 30

             প্রয়োগবিধি (Application):-   ঘন্টা অন্তর

  • প্ৰকৃতি— যাদের লিথিক এসিড দোষ সারে নাশ্রেয়া প্রধান। অকাল বার্ধক্য 
  • মল—শুষ্ককষ্টে নিসৃতক্ষুদ্র ক্ষুদ্রনিষ্ফল মলবেগ 
  • মূত্র প্রবাহ ধীরে ধীরে আসেরাত্রে অনেকবার
  • জিহ্বা শুষ্কফাটাফাটাস্ফীতএদিক ওদিক নড়তে থাকে
  • পিপাসা  পিপাসা ব্যতীত মুখগলগহ্বর শুষ্ক
  • ঘামপ্রচুর পদঘর্ম 
  • অন্যান্য  স্কন্ধ অস্থিদ্বয়ের মধ্যে জ্বলন্ত কয়লার মত জ্বালা এক পা গরম অপর পা ঠাণ্ডা বেদনাযুক্ত পাশে চাপ দিয়ে শুতে পারে না যকৃত শুকিয়ে কুকড়ে যায়

L            ঔষধ  শক্তি (Medicine):- লাইকোপোডিয়াম 30

               প্রয়োগবিধি (Application):-   ঘন্টা অন্তর

  • প্রকৃতি- সব বিষয় তাড়াহুড়া পরিবর্তনশীল মন 
  • মল শুষ্কশক্তগাঁট গাঁটমলত্যাগের ইচ্ছা থাকে না। প্রচণ্ড কুস্থণনরম মলও যথেষ্ট নির্গত হয়
  • মূত্র - মলত্যাগ কালে কোঁথ দিতে দিতে মূত্র নির্গত
  • অন্যান্য – পা দুটি অবশহাঁটতে গেলে পা টলমল করেগোড়ালিদ্বয় অবশ বোধ নখগুলো ভঙ্গুর  বিছানার গরমে অসহ্য চুলকানি আলু সহ্য হয়না ভীত গৃহে বৃদ্ধি। 

          ঔষধ  শক্তি (Medicine):- এলুমিনা 30

           প্রয়োগবিধি (Application):-    ঘন্টা অন্তর

  • প্ৰকৃতি—হাইড্রোজেনোয়েত ধাতু ব্যক্তি বর্ষাকালে বা সামান্য জল লাগলেই অসুখ বৃষ্টি পড়লেই বা গরমের পর বৃষ্টি পড়লেই অসুখ
  • মল — উদর  মলদ্বারে জ্বালা বৃহদাকার মল
  • জিহ্বা— তিক্তস্বাদঘনচটচটেআঠা আঠা 
  • মূত্র  যথেষ্ট পিত্ত থাকে ইষ্টক চূর্ণের ন্যায় তলানি বহুমুত্র
  • পিপাসা — শীতল পানীয়ের স্পৃহা পিত্ত বমন
  • অন্যান্য  বগলের গ্রন্থি সমুহের স্ফীতিনখের গোড়ায় প্রদাহপদতলে জ্বালা রমনীদের গনোরিয়া রোগের পরবর্তী প্রদর স্রাব জামাকাপড় খুললেই চুলকানি

             ঔষধ  শক্তি (Medicine):- নেট্রাম সালফ 3x

             প্রয়োগবিধি (Application):-    ঘন্টা অন্তর

  • প্রকৃতি  মানসিক অবসাদকেহ মেরে ফেলবে এই ভয় শরীরের কোন অংশের কঠিণতা প্রাপ্তি
  • মল — কোষ্ঠকাঠিণ্য কঠিনদলাদলাকালোকুস্থণ। 
  • মূত্র  পুনপুন নিষ্ফল মূত্রবেগ স্বপ্নফোঁটা ফোঁটা বের হয়
  • বেদনা — চক্ষুপেশীর প্রদাহপাকাশয় শূলতলপেটে বেদনামলদ্বারের আক্ষেপ.  
  • জিহ্বা  জিহ্বা কম্পনশীল, বের করতে পারে না, পক্ষাঘাতগ্রস্ত
  • অন্যান্য  অঙ্গপ্রত্যঙ্গে হুল ফুটানো বেদনা বেদনা থেকে থেকে আসে কজি অসাড় রাত্রে পায়ের ডান বৃদ্ধ অঙ্গুলে বেদনা রাত্রে সঞ্চালনে চাপ দিলে

                          ঔষধ  শক্তি (Medicine):-  প্লাম্বাম 30

              প্রয়োগবিধি (Application):-    ঘন্টা অন্তর

  • প্রকৃতি  অন্য সকলকে ঘৃণা করে। 
  • মল  স্বল্পকষ্টে নির্গতচটচটেকাদার মত
  • মূত্র – পুনপুন নিষ্ফল মূত্রবেগ স্বপ্নফোঁটা ফোঁটা বের হয়
  • অনুভূতি  মুখের ডানদিকে পোকা হাঁটে এবং অবশ, রাক্ষুসে ক্ষুধা, কানে গর্জন, প্রচুর কালো বর্ণের ঋতুস্রাব
  • বেদনা – নাভিদেশেচক্ষু কোটরেমস্তকে মোচড়ানো বেদনা
  • বৈশিষ্ট্য দেহের কোন স্থানে অবশতা  শীতলতা শিরপীড়ার সহিত অবশতা পা দুটি ফাঁক করে ঘুমায় বস্তু সমূহ নিজ নিজ আকৃতি হতে ছোট দেখায় বসে থাকলেসন্ধ্যাকালে বেড়ানো             

                     ঔষধ  শক্তি (Medicine):-  প্লাটিনা বিচূর্ণ 3x

           প্রয়োগবিধি (Application):-   ঘন্টা অন্তর

  • প্রকৃতি  পুরাতন অগ্নিমান্দ্যঅর্শ কোষ্ঠকাঠিণ্যযকৃতের কঠিণতা রোগী
  • মল  অর্শ  কোষ্ঠকাঠিন্যপাকাশয়িক পীড়া হতে শিরপীড়া
  •  জিহ্বা প্রশস্তথলথলে এবং দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস
  • অন্যান্য — মূত্র আরম্ভ হবার আগে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়তারপর ফোঁটা ফোঁটা পড়ে পেশী  গ্রন্থির বাত রোগ তৎসহ প্রচণ্ড কোষ্ঠকাঠিণ্য কোষ্ঠকাঠিণ্য  বাত রোগে Q উপকারী 

.                 ঔষধ  শক্তি (Medicine):-  ক্যাসকারা সাগরেডা- Q, 6/30

                   প্রয়োগবিধি (Application):-   ঘন্টা অন্তর   

       আনুষঙ্গিক ব্যবস্থা এবং পথ্য : মাংস নিষেধপ্রচুর পরিমানে দুধপেঁপেআমআতা  অন্যান্য সুমিষ্ট ফল উপকারী খেজুরকিসমিসবেল সিদ্ধ বা বেলপোড়া অতি উৎকৃষ্ট গরম দুধ উপকারী মল অত্যন্ত কঠিন হলে গ্লিসারিন পিচকারী ব্যবহার নিয়মিত সময় বাহ্য করামলত্যাগ না হলেও নিয়মিত সময়ে মলত্যাগের চেষ্টা করা উচিত নিয়মিত ভ্রমণব্যায়ামনিয়মিত স্নান আহারপরিমিত জলপান রোজ ভোরে খালিপেটে এক গ্লাস ঠাণ্ডা জল পান করার অভ্যাস করলে কোষ্ঠকাঠিণ্যের হাত থেকে মুক্তি পাওয়া যায় মাখনরুটিমধুজ্যামসবুজ তরকারী উপকারী রোজ অন্তত /১০ গ্লাস জলপান পেটের ওপর মালিশ (Massage over the colon with hand ) করলে ভাল ফল পাওয়া যায় রাত্রে শোবার আগে এক গ্লাস জল পানের অভ্যাস

0 Reviews

Contact form

নাম

ইমেল *

বার্তা *