all
অজীর্ণ বদহজম ও অন্যান্য রোগের কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা। Effective homeopathic treatment for indigestion and other ailments.
পরিচয়
:— পরিপাক ক্রিয়ার যে কোন গোলযোগের জন্য এই রোগ সৃষ্টি।
কারণ
:— অপরিমিত, অনিয়মিত এবং খাদ্যদ্রব্য ভাল করে না চিবিয়ে আহার। গুরু
পাক, তৈলাক্ত দ্রব্য, নানাবিধ ঔষধ সেবন, অতিরিক্ত চা, তামাক, কফি গ্রহণ। রক্তহীনতা,
রাত জাগরণ, পরিপাক যন্ত্রের যান্ত্রিক পরিবর্তন, পাচক রসের পরিমানগত এবং গুণগত তারতম্য। অস্বাস্থ্যকর
পরিবেশ, স্যাঁতসেঁতে ঘরে বসবাস এবং অতিরিক্ত ঠাণ্ডা গরমে।
প্রকার
ভেদ :— তরুণ এবং পুরাতন - হঠাৎ আক্রমণ করে, আহারের হেরফের এবং একটু সতর্ক ও সংযমী হলে। ২/১ - দিনের মধ্যে সেরে যায়। ইহাকে
তরুণ রোগ বলে। আবার
এই রোগ দীর্ঘদিন ধরে চলতে থাকে। সহজে
সারতে চায় না। ইহাকে
পুরাতন রোগ বলে।
প্যাথলজিকাল
রিপোর্ট :— মল, মূত্র এবং রক্ত পরীক্ষা বিশেষ করে পুরাতন রোগের ক্ষেত্রে একান্ত প্রয়োজন।
স্বাভাবিক মল পরীক্ষা Normal Stool Examination
Physical
Colour:- Yellow
Odor:- Nil
Consistency:- Nil
Mucus:- Nil
Blood:- Nil
Other:- Nil
Reaction:- Nil
Occult Blood:- Nil
Benzidine Test:- Nil
Microscopic
Epithetical cells:- Nil
Pus cells:- Nil
RBC:- Nil
Macrophages cells:- Nil
Halminthic Ova:- Nil
Protozoal Cyst:- Nil
Parasites:- Nil
Crystals:- Nil
Micro Organism:- Nil
অস্বাভাবিক মল পরীক্ষায় সাধারণত যা ধরা পড়ে এবং রোগের ইঙ্গিত-Abnormal Stool Examination and indication of diseases
1. Mucus পাওয়া গেলে:– মলে মিউকাস থাকলে আমাশয়ের লক্ষণ।
6. Colour পাওয়া
গেলে:
(i) মল সবুজ বর্ণের হলে অম্ল, (ii) মেটেরঙ, পাংশুটে বা কাদার মত মল হলে পিত্তরস কমে আসছে অর্থাৎ লিভারের দোষ বুঝতে হবে। (iii) মলের রঙ সাদা হলে বুঝতে হবে পিত্তরস ঠিকমত নিসৃত হচ্ছে না অর্থাৎ জন্ডিসের লক্ষণ। (iv) মল পিচ্ছিল হলে। এ্যাসিটিক আমাশয় বুঝায়। (v) মলে খুব বেশী পরিমান মিউকাস থাকলে ব্যাসিলারী আমাশয় বুঝতে হবে।
জীবাণু
পরিচয়। বিভিন্ন
রোগ সৃষ্টিকারী জীবাণু (Organism) চিকিৎসকদের এইসব জীবাণু সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে। তা
হলে রোগীর Pathological
Report গুলো বুঝতে পারবেন এবং সেই অনুসারে Prescription করতে পারবেন।
জীবাণু
(Organism)
রোগ (Disease):- এই জীবাণু সাধারণত এ্যামিরিয়া. জিয়ারডিয়া, ম্যালেরিয়া, ইউ. বি. লিসমেনিয়া প্রভৃতি রোগ সৃষ্টি করে।
2. আন্ত্রিক ভাইরাস -Intestinal virus
রোগ (Disease):- সরকারী সংস্থা “নাইসেড” এই রোগের বীজাণু পেয়েছেন ভিব্রিও কলেরিও ওয়ান ভাইরাস।বর্তমানে সরকারী প্রচেষ্টার বিভিন্নরকম ল্যাবরেটরী পরীক্ষায় কিছু কিছু ধরনের রোগ বীজাণু ধরা পড়ছে।
3. বসিলাস -Bacillus
রোগ (Disease):- কলেরা, প্লেগ, টাইফয়েড, কুষ্ঠ টি.বি. প্রভৃতি কঠিন রোগ সৃষ্টি করে।
4. স্পিরিলাস-Spirillus
5. ভাইরাস-Virus
রোগ (Disease):- সর্দি, ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত, হাম, ডেঙ্গু প্রভৃতি রোগ সৃষ্টি করে।
6. ক্রিমি পরাশ্রয়ী (Worims)
রোগ (Disease): হক ওয়ার্ম, টেপ ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, ফ্রেড ওয়ার্ম প্রভৃতি ক্রিমি রোগ সৃষ্টি করে থাকে।
7. সূক্ষ্ণ জীবাণু (Bacteria)
রোগ (Disease): কক্কাস, বাসিলাস, স্পিরিলাস প্রভৃতি জীবাণু বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এবং রক্ত | পুষ্টি ঘটায়।
৪. এডস ভাইরাস (AIDS virus)
রোগ (Disease): Human T. lymphotropic type III সংক্ষেপে H.TL.V. III অথবা AIDS related virus ARV.
লক্ষণ (Signs and symptoms)
ঔষধ ও শক্তি (Medicine):- পালসেটিলা ৩০
প্রয়োগবিধি (Application):-দু ঘন্টা পর পর সেব্য
■ জিহ্বা – তেতো স্বাদ। মুখ দিয়ে জল উঠে। মানচিত্রবৎ।
প্রয়োগবিধি (Application):-দু ঘন্টা পরপর গরম জলে।
■ জিহ্বা পুরুময়লাকৃত, আহার্য দ্রব্য লবনাক্ত স্বাদ, তেতো স্বাদ।
অনুভূতি – ঝুকে দাড়ালে বা বসলে আরাম অনুভব।
ঘাম – প্রচুর, স্পর্শ অসহ্য।
পিপাসা-বৈশিষ্ট্যবিহীণ।
কারণ – ফল খেয়ে, উষ্ণ আবহাওয়া।
মূত্র – স্বপ্ন কালোবর্ণ, কিছু ধরে রাখলে সাদা হয়।
অন্যান্য - পেট পূর্ণ, ভারবোধ, আহারের পর পেটব্যথা।
প্রয়োগবিধি (Application):- ৩ ঘন্টা পর পর
■ জিহ্বা সাদা / হলুদ বর্ণের ময়লা, মুখে ক্ষত।
মল - ভয়ানক দুর্গন্ধযুক্ত, বার বার মলত্যাগ।
অনুভূতি - পচা দুর্গন্ধযুক্ত, বার বার মলত্যাগ।
ঘাম – উষ্ণ, চর্ম আদ্র, মুখের ঘাম ঠাণ্ডা।
প্রয়োগবিধি (Application):- ২ ঘন্টা পরপর
■ অত্যধিক জ্বালা পোড়া ও যন্ত্রণাবোধ, উষ্ণ জলপানে উপশম।
মাত্রা – গ্যাসট্রিক, আন্ত্রিক এবং কিডনী রোগে নিম্নশক্তি। স্নায়বিক রোগে ও চর্ম রোগে উচ্চতর শক্তি। ঔষধের পুনপুন প্রয়োগ করা চলে। স্বল্পমল, দুর্গন্ধযুক্ত কালো। রাত্রে এবং পানাহারের পর বৃদ্ধি।
ঔষধ ও শক্তি (Medicine):- আর্সেনিক ৬
প্রয়োগবিধি (Application):- দু ঘন্টা অন্তর
■ অজীর্ণ রোগের উৎকৃষ্ট ঔষধ। ইহাতে জীর্ণ শক্তি বাড়ে এবং প্রায় ১০/১৫ ফোঁটা মাত্রায় জলের সঙ্গে (৩০)। ঔষধটি পেঁপে হতে উৎপন্ন হয়। ইহার রস মাংসকে নরম করার মত ক্ষমতা রাখে ডাঃ চোপরা বলেন এই ঔষধ পেপসিন অপেক্ষাও উৎকৃষ্ট।
প্রয়োগবিধি (Application):- ৪/৫ ফোঁটা দিনে ৪ বার
■ জিহ্বা – জিহ্বা ও মুখ শুষ্ক, কালো, ফাটা ফাটা
মূত্র – মুত্রে লাল তলানি পড়ে, রাত্রি প্রচুর প্রস্রাব
অন্যান্য – দুর্বল ব্যক্তিদের অজীর্ণ ও পেটফাঁপা।
ঔষধ ও শক্তি (Medicine):- লাইকোপডিয়াম 30
প্রয়োগবিধি (Application):- ৩ ঘন্টা অন্তর
■ জিহ্বা – সাদা, ডগা এবং পার্শ্বদেশ লাল। সকালে তেতো স্বাদ।
পিপাসা- আহার কম কিন্তু জল বেশী খায়।
মল – সকালে পাতলা পায়খানা, বেদনাহীন, ঘুম থেকে উঠেই মলের বেগ।
মূত্র – বারবার মূত্র বিশেষ করে রাত্রে বর্ণহীন প্রচুর।
ঘাম – রাত্রে ঘাম, শরীরের বিশেষ একক অংশে।
অন্যান্য – অর্শ থাকলে নাক্সভমিকার সঙ্গে পর্যায় ক্রমে।
প্রয়োগবিধি (Application):- দিনে ৩ বার
■ জিহ্বা – কন্টকাকীর্ণ, ডগা লাল এবং বেদনাযুক্ত
মল – জলের মত, সশব্দ বায়ু নিঃসরণ সবুজ
মূত্র – অসাড়ে দিনরাত মূত্র। জ্বালাপোড়া।
পছন্দ – মিষ্টি খুব পছন্দ।
প্রয়োগবিধি (Application):- দু ঘন্টা অন্তর
হ্রাসবৃদ্ধি – ঢেকুরে চাপে, ঠাণ্ডা উপশম। গরমে রাত্রে. আহারের পর ঋতুকালে বৃদ্ধি।
অন্যান্য – বুকজ্বালা, পাকস্থলীতে টক জমা, পেটে ব্যথা, উপর দিকে বায়ু নিঃসরণ, পেটা ফোলা, হৃদপিণ্ডের গোলযোগ ও রক্তহীনতা।
আনুষঙ্গিক
ব্যবস্থা ও পথ্য:— যথা নিয়মে ঠিক সময় আহার আহারের পর বিশ্রাম। ভোরে সামান্য ভ্রমণ,
ঠাণ্ডা জলে স্নান। দিনের বেলায় না ঘুমান এবং আহারের পর জলপান। এছাড়া খাদ্য দ্রব্য
ভাল করে চিবানো, তাড়াতাড়ি আহার না করা। রাত জাগা নিষেধ। মাঝে মাঝে বায়ু পরিবর্তন
বিশেষ উপকারী। যা সহজে হজম হয় এইরূপ লঘুপাক দ্রব্য আহার। কাঁচকলা, পেঁপে, মানকচু প্রভৃতি
তরকারীসহ মাছের ঝোল, সরু চালের ভাত, দুধ সাবু বার্লি, যবের মণ্ড ইত্যাদি প্রয়োজনীয়
পথ্য। এক বেলা ভাত ও একবেলা সাবু বার্লি দুধ খাওয়া যেতে পারে। সরষে, লঙ্কা, গরম মশলা
প্রভৃতি নিষেধ। ঘি মিশ্রিত খাদ্য, মাংস পিঠে। দই, ঘি, ছানা, ক্ষীর ইত্যাদি নিষেধ। চা
কফি এবং কোন উগ্র নেশা করা উচিত নয়।
0 Reviews
Thank you so much for your feedback